হোম > বিশ্ব > এশিয়া

‘হুমকি’ দেওয়া মার্কিন কর্মকর্তার নাম জানালেন ইমরান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গত মাসের শুরুর দিকে বলেছিলেন যে একটি শক্তিশালী দেশ তার সরকারকে উৎখাত করতে হুমকি দিচ্ছে। তখন ‘মুখ ফসকে’ তিনি যুক্তরাষ্ট্রের নাম বলেছিলেন। এবার তিনি সেই মার্কিন কর্মকর্তার নাম প্রকাশ করলেন, যিনি সেই হুমকির সঙ্গে জড়িত। পাকিস্তানের গণমাধ্যম ডন আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্রের সঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু জড়িত ছিলেন বলে জানিয়েছেন ইমরান খান। গতকাল রোববার নিজ দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজিদের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড লু। তিনি বিরোধীদের দিয়ে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব এনে সরকার পতনের ষড়যন্ত্র করেছিলেন। ডোনাল্ড লু আসাদ মজিদকে বলেছিলেন, পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ইমরান খান টিকে গেলে তার প্রভাব দেখা যেতে পারে। 

ইমরান আরও বলেন, ‘পিটিআই ত্যাগ করা নেতারা মাঝে মাঝেই মার্কিন দূতাবাসে গেছেন—এমন তথ্য আমার কাছে রয়েছে। আমি অবাক হচ্ছি এই ভেবে, যারা আমাদের ছেড়ে গেছেন তারা গত কয়েক দিনে কেন ঘন ঘন মার্কিন দূতাবাসে যেতেন!’ 

তবে পাকিস্তানের সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। 

গতকাল ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। এরপর ইমরান খানের পরামর্শে সংসদ ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এদিকে অনাস্থা প্রস্তাব খারিজ ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার ব্যাপারে পাকিস্তানের সুপ্রিম কোর্টে আজ সোমবার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

ইমরান খান সম্পর্কিত পড়ুন:

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি