হোম > বিশ্ব > এশিয়া

‘হুমকি’ দেওয়া মার্কিন কর্মকর্তার নাম জানালেন ইমরান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গত মাসের শুরুর দিকে বলেছিলেন যে একটি শক্তিশালী দেশ তার সরকারকে উৎখাত করতে হুমকি দিচ্ছে। তখন ‘মুখ ফসকে’ তিনি যুক্তরাষ্ট্রের নাম বলেছিলেন। এবার তিনি সেই মার্কিন কর্মকর্তার নাম প্রকাশ করলেন, যিনি সেই হুমকির সঙ্গে জড়িত। পাকিস্তানের গণমাধ্যম ডন আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্রের সঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু জড়িত ছিলেন বলে জানিয়েছেন ইমরান খান। গতকাল রোববার নিজ দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজিদের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড লু। তিনি বিরোধীদের দিয়ে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব এনে সরকার পতনের ষড়যন্ত্র করেছিলেন। ডোনাল্ড লু আসাদ মজিদকে বলেছিলেন, পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ইমরান খান টিকে গেলে তার প্রভাব দেখা যেতে পারে। 

ইমরান আরও বলেন, ‘পিটিআই ত্যাগ করা নেতারা মাঝে মাঝেই মার্কিন দূতাবাসে গেছেন—এমন তথ্য আমার কাছে রয়েছে। আমি অবাক হচ্ছি এই ভেবে, যারা আমাদের ছেড়ে গেছেন তারা গত কয়েক দিনে কেন ঘন ঘন মার্কিন দূতাবাসে যেতেন!’ 

তবে পাকিস্তানের সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। 

গতকাল ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। এরপর ইমরান খানের পরামর্শে সংসদ ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এদিকে অনাস্থা প্রস্তাব খারিজ ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার ব্যাপারে পাকিস্তানের সুপ্রিম কোর্টে আজ সোমবার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

ইমরান খান সম্পর্কিত পড়ুন:

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত