হোম > বিশ্ব > এশিয়া

ভুটানের রিজার্ভ-সংকট, আমদানিতে লাগাম

ভুটানের বিদেশি মুদ্রার রিজার্ভে টান পড়ছে। ফলে দক্ষিণ এশিয়ার এই দেশটি শিগগিরই অর্থনৈতিক সংকটের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রিজার্ভ বাঁচাতে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহকারী যান, এক্সকাভেটর ও বুলডোজারের মতো ভারী যান এবং কৃষি যন্ত্রপাতি ছাড়া সব যানবাহন আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভুটান। 

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, করোনা মহামারি মোকাবিলায় ভুটানে জিরো কোভিড নীতির কারণে গত দুই বছর বিদেশি পর্যটকের আনাগোনা নেই। এর মধ্যে নতুন বিপদ যোগ হয়েছে ইউক্রেন যুদ্ধ। 

চীন ও ভারতের মাঝখানে অবস্থিত ৮ লাখেরও কম জনসংখ্যার এই দেশটি এখন তেল ও শস্যের মূল্যবৃদ্ধির প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে। 

ভুটানের রয়্যাল মনিটারি অথরিটির তথ্য অনুযায়ী, দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২১ সালের ডিসেম্বরে ৯৭ কোটি ৬০ লাখ ডলারে নেমে এসেছিল, ওই বছরের এপ্রিলে যা ছিল ১৪৬ কোটি ডলার। 

ভুটানের অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৫ লাখ গুলট্রামের (২০ হাজার ডলার) চেয়ে কম দামের ইউটিলিটি যানবাহন আমদানির অনুমতি দেওয়া হবে। এ ছাড়া সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিশ্চিত করতে এই স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে বলেও জানানো হয়। 

বৈদেশিক মুদ্রার রিজার্ভ অবস্থানের ওপর শুক্রবার থেকে কার্যকর হওয়া স্থগিতাদেশ সরকার ছয় মাসের মধ্যে পর্যালোচনা এবং সংশোধন করবে বলে জানিয়েছে ভুটানের অর্থ মন্ত্রণালয়। 

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি