হোম > বিশ্ব > এশিয়া

ভুটানের রিজার্ভ-সংকট, আমদানিতে লাগাম

ভুটানের বিদেশি মুদ্রার রিজার্ভে টান পড়ছে। ফলে দক্ষিণ এশিয়ার এই দেশটি শিগগিরই অর্থনৈতিক সংকটের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রিজার্ভ বাঁচাতে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহকারী যান, এক্সকাভেটর ও বুলডোজারের মতো ভারী যান এবং কৃষি যন্ত্রপাতি ছাড়া সব যানবাহন আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভুটান। 

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, করোনা মহামারি মোকাবিলায় ভুটানে জিরো কোভিড নীতির কারণে গত দুই বছর বিদেশি পর্যটকের আনাগোনা নেই। এর মধ্যে নতুন বিপদ যোগ হয়েছে ইউক্রেন যুদ্ধ। 

চীন ও ভারতের মাঝখানে অবস্থিত ৮ লাখেরও কম জনসংখ্যার এই দেশটি এখন তেল ও শস্যের মূল্যবৃদ্ধির প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে। 

ভুটানের রয়্যাল মনিটারি অথরিটির তথ্য অনুযায়ী, দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২১ সালের ডিসেম্বরে ৯৭ কোটি ৬০ লাখ ডলারে নেমে এসেছিল, ওই বছরের এপ্রিলে যা ছিল ১৪৬ কোটি ডলার। 

ভুটানের অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৫ লাখ গুলট্রামের (২০ হাজার ডলার) চেয়ে কম দামের ইউটিলিটি যানবাহন আমদানির অনুমতি দেওয়া হবে। এ ছাড়া সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিশ্চিত করতে এই স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে বলেও জানানো হয়। 

বৈদেশিক মুদ্রার রিজার্ভ অবস্থানের ওপর শুক্রবার থেকে কার্যকর হওয়া স্থগিতাদেশ সরকার ছয় মাসের মধ্যে পর্যালোচনা এবং সংশোধন করবে বলে জানিয়েছে ভুটানের অর্থ মন্ত্রণালয়। 

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছে

দক্ষিণ কোরিয়ায় ইংরেজি পরীক্ষা নিয়ে এত হইচই কেন

লোকলজ্জার ভয় ও মার্কিন অর্থায়ন হ্রাস, পাপুয়া নিউগিনিতে এইচআইভি এখন ‘জাতীয় সংকট’

হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০

স্কুলে মোবাইল নিষিদ্ধের এক বছর পর কী ফল পেল নিউজিল্যান্ড

আফগানিস্তানে ‘পিকি ব্লাইন্ডার্স’ চরিত্র সাজায় চার যুবককে গ্রেপ্তার

জাপানকে ঘিরে চীনা-রুশ যুদ্ধবিমানের চক্কর—অভিযোগ টোকিওর

ইন্দোনেশিয়ায় ড্রোন সরবরাহ প্রতিষ্ঠানের কার্যালয়ে আগুন, নিহত ২০