হোম > বিশ্ব > এশিয়া

ভুটানের রিজার্ভ-সংকট, আমদানিতে লাগাম

ভুটানের বিদেশি মুদ্রার রিজার্ভে টান পড়ছে। ফলে দক্ষিণ এশিয়ার এই দেশটি শিগগিরই অর্থনৈতিক সংকটের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রিজার্ভ বাঁচাতে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহকারী যান, এক্সকাভেটর ও বুলডোজারের মতো ভারী যান এবং কৃষি যন্ত্রপাতি ছাড়া সব যানবাহন আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভুটান। 

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, করোনা মহামারি মোকাবিলায় ভুটানে জিরো কোভিড নীতির কারণে গত দুই বছর বিদেশি পর্যটকের আনাগোনা নেই। এর মধ্যে নতুন বিপদ যোগ হয়েছে ইউক্রেন যুদ্ধ। 

চীন ও ভারতের মাঝখানে অবস্থিত ৮ লাখেরও কম জনসংখ্যার এই দেশটি এখন তেল ও শস্যের মূল্যবৃদ্ধির প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে। 

ভুটানের রয়্যাল মনিটারি অথরিটির তথ্য অনুযায়ী, দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২১ সালের ডিসেম্বরে ৯৭ কোটি ৬০ লাখ ডলারে নেমে এসেছিল, ওই বছরের এপ্রিলে যা ছিল ১৪৬ কোটি ডলার। 

ভুটানের অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৫ লাখ গুলট্রামের (২০ হাজার ডলার) চেয়ে কম দামের ইউটিলিটি যানবাহন আমদানির অনুমতি দেওয়া হবে। এ ছাড়া সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিশ্চিত করতে এই স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে বলেও জানানো হয়। 

বৈদেশিক মুদ্রার রিজার্ভ অবস্থানের ওপর শুক্রবার থেকে কার্যকর হওয়া স্থগিতাদেশ সরকার ছয় মাসের মধ্যে পর্যালোচনা এবং সংশোধন করবে বলে জানিয়েছে ভুটানের অর্থ মন্ত্রণালয়। 

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র