হোম > বিশ্ব > এশিয়া

উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তি হিসেবে স্বীকৃতির দাবি কিম ইয়ো জংয়ের

আজকের পত্রিকা ডেস্ক­

নিরাপত্তাবেষ্টিত কিম ইয়ো জং। ছবি: এএফপি

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বোন ও দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির উচ্চপদস্থ কর্মকর্তা কিম ইয়ো-জং বলেছেন, উত্তর কোরিয়া একটি স্থায়ী পারমাণবিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্রকে তা স্বীকৃতি দিতে হবে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-তে আজ মঙ্গলবার (২৯ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে কিম ইয়ো-জং বলেছেন, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থানকে স্বীকৃতি দেওয়ার ভিত্তিতেই ভবিষ্যতের যেকোনো আলোচনা হতে হবে।

ইয়ো জং সতর্ক করেন, তাঁর ভাই কিম জং-উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক যেন পারমাণবিক নিরস্ত্রীকরণের চাপ সৃষ্টি করতে ব্যবহৃত না হয়।

ইয়ো জং বলেন, ‘আমাদের রাষ্ট্রপ্রধান ও বর্তমান মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত সম্পর্ক খারাপ নয়। এই সম্পর্ক যদি নিরস্ত্রীকরণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়, তবে তা একপক্ষীয় উপহাস হিসেবে বিবেচিত হবে।’

কিম ইয়ো-জং আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি বর্তমান বাস্তবতাকে স্বীকার না করে এবং ব্যর্থ অতীতেই আটকে থাকে, তবে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক শুধু যুক্তরাষ্ট্রের একতরফা আশা হিসেবেই থেকে যাবে।’

ইয়ো জং মনে করিয়ে দেন, ২০১৮ ও ২০১৯ সালে ট্রাম্প ও কিম জং-উনের মধ্যে তিনবার বৈঠক হয়েছিল। ওই সময় পারমাণবিক নিরস্ত্রীকরণের বিনিময়ে নিরাপত্তা ও অর্থনৈতিক সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা হলেও কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছানো যায়নি।

কিম ইয়ো-জং জানান, উত্তর কোরিয়ার সামর্থ্য ও ভূরাজনৈতিক পরিবেশ ট্রাম্পের প্রথম দফার শাসনের সময়ের তুলনায় আমূল পরিবর্তিত হয়েছে।

ইয়ো জং বলেন, উত্তর কোরিয়া তার বর্তমান জাতীয় অবস্থান রক্ষায় যেকোনো কিছু করতে প্রস্তুত।

উল্লেখ্য, বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার কাছে বর্তমানে প্রায় ৫০টি পারমাণবিক অস্ত্র রয়েছে এবং দেশটি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে এই অস্ত্রভান্ডারকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেখছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া নিয়মিত সামরিক মহড়া চালিয়ে থাকে। এই মহড়াকে হুমকি হিসেবে দেখে পিয়ংইয়ং।

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান