হোম > বিশ্ব > এশিয়া

ফিলিপাইনে সেনাবাহিনীর বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৫০ 

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৯০ জনের বেশি আরোহী নিয়ে সি-১৩০ মডেলের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। গতকাল রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় সুলু প্রদেশের জোলো দ্বীপে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে । ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ৪৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে অধিকাংশই দেশটির সামরিক বাহিনীর সদস্য। এ ছাড়া বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানকার বেসামরিক মানুষও নিহতের তালিকায় রয়েছেন। 

ফিলিপাইনের সেনাপ্রধান জেনারেল সিরিলিটো সোবেজানা বলেন, ‘সি-১৩০ মডেলের উড়োজাহাজটি সুলু প্রদেশের জোলো দ্বীপে বিধ্বস্ত হয়। আমরা প্রার্থনা করছি, যাতে আরও জীবন বাঁচাতে পারি।’ 

জেনারেল সিরিলিটো সোবেজানা আরও বলেন, ‘রানওয়েতে নামতে গিয়ে ব্যর্থ হয় উড়োজাহাজটি। ইঞ্জিন নতুন করে সচলের চেষ্টা করেও লাভ হয়নি। এরপরই মাটিতে আছড়ে পড়ে সেটি।’ 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির সেনাবাহিনীর গত ৩০ বছরের ইতিহাসে এটি সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। 

উল্লেখ্য, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জোলো দ্বীপে স্থানীয় জঙ্গিগোষ্ঠী আবু সায়াফের তৎপরতা বেশি। তাঁদের দমাতে এই অঞ্চলে বিপুল সেনা মোতায়েন করে রেখেছে দেশটির সরকার। 

তবে উড়োজাহাজটি হামলার শিকার হয়েছে এমন কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা। উদ্ধারকাজ শেষে এ বিষয়ে তদন্ত করা হবে বলে জানানো হয়েছে। 

বিধ্বস্ত সি-১৩০ মডেলের উড়োজাহাজটি ১৯৮৮ সালে মার্কিন বিমানবাহিনীর বহরে যুক্ত হয়। প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ফিলিপাইনকে যে দুটি উড়োজাহাজ ফিলিপাইনকে দিয়েছিল তার মধ্যে এটি একটি।    

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি