হোম > বিশ্ব > এশিয়া

দক্ষিণ কোরিয়ায় টানা বৃষ্টিপাত, নিহত বেড়ে ২০

দক্ষিণ কোরিয়ার মধ্যাঞ্চলে কয়েক দিন ধরেই চলছে টানা বর্ষণ। ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। এ ছাড়া আরও অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়ুনহাপের বরাত দিয়ে জানিয়েছে, টানা তিন দিন ধরে চলা ভারী বৃষ্টিপাতের ফলে দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় দক্ষিণাঞ্চলের চুঙচিয়ঙ প্রদেশের একটি বাঁধ আংশিক ধসে পড়েছে। অঞ্চলটির অধিকাংশ রাস্তাঘাট ডুবে গেছে। একাধিক গাড়ি পানির তোড়ে ভেসে গেছে। ব্যাহত হয়েছে রেল যোগাযোগ।

স্থানীয় কর্মকর্তারা ২০ জনের প্রাণহানির কথা নিশ্চিত করে জানিয়েছেন, বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের কারণে এখনো অন্তত ১০ জন নিখোঁজ রয়েছে। একই কারণে বাড়ি ছাড়তে হয়েছে কয়েক হাজার লোককে। কর্মকর্তারা আরও জানিয়েছেন, নিহতদের অধিকাংশই গিয়োঙসাং প্রদেশের এবং তারা প্রায় সবাই ভূমিধসের কারণেই মারা গেছেন।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়ুনহাপ জানিয়েছে, প্রবল বৃষ্টিপাত ও বন্যায় কয়েক হাজার লোক দুর্গত হয়েছেন। এদের মধ্য প্রায় ৬ হাজার ৪০০ জনকে তাদের নিজ বাড়ি থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া প্রবল পানির তোড়ে প্রায় ১৯টি গাড়ি ভেসে গেছে।

কোরিয়া রেলরোড করপোরেশন জানিয়েছে, তারা সব ধীর গতির ট্রেন ও কিছু বুলেট ট্রেনকে থামিয়ে দিচ্ছে। অন্য বুলেট ট্রেনগুলো ধীর গতির কাজের কারণে বিলম্বিত হতে পারে।

এদিকে আজ সরকারি সংস্থাগুলোর সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী হান ডাক-সু সামরিক বাহিনীকে সক্রিয়ভাবে উদ্ধার কার্যক্রমে যোগদান, সরঞ্জাম সরবরাহ ও জনবল সংগ্রহের জন্য আহ্বান জানিয়েছেন।

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে