হোম > বিশ্ব > এশিয়া

৬ বছর পর যন্ত্রণা থেকে মুক্তি পেল কুমির

ছয় বছর ধরে একটি কুমির গলায় মোটরসাইকেলের টায়ার আটকে যন্ত্রণায় ভুগছিল। অবশেষে সেই যন্ত্রণা থেকে গত সোমবার মুক্তি মিলেছে কুমিরটির। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ ফুট দৈর্ঘ্যের বিশাল কুমিরটির গলায় ছয় বছর আগে মোটরসাইকেলের টায়ার আটকে যায়। এরপর থেকে কুমিরটি যন্ত্রণা ভোগ করছিল। তবে কুমিরের সুস্থতার জন্য স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ সত্ত্বেও কুমিরটিকে ধরা একটি চ্যালেঞ্জ ছিল। 

এরপর দ্বীপটির স্থানীয় বাসিন্দা তিলি কুমিরটিকে ধরতে সক্ষম হন। এর আগে তিনি কুমিরটিকে তিন সপ্তাহ ধরে নজরে রাখেন। দুবার ব্যর্থ হয়ে তৃতীয়বারের চেষ্টায় তিনি কুমিরটিকে ধরতে সমর্থ হন। এরপর তিলিই কুমিরটির গলা থেকে টায়ারটি কেটে অপসারণ করেন।

তিলি বলেন, ‘কুমিরটিকে আমি ধরেছি। স্থানীয়দের সাহায্য করার জন্য বলেছিলাম। তবে স্থানীয়রা ভেবেছিলেন কুমিরটিকে ধরতে সক্ষম হব না। এ ছাড়া সবাই ভয়ও পেয়েছিল।’

তিলি জানান, কুমিরটিকে ধরার জন্য তিনি একটি ফাঁদ ব্যবহার করেছেন। এতে টোপ হিসেবে তিনি জীবিত মুরগি ও হাঁস ব্যবহার করেছেন।

এর আগে স্থানীয় প্রশাসন কুমিরটির গলা থেকে টায়ার অপসারণের জন্য পুরস্কার ঘোষণা করেছিল। কিন্তু তিলি বলেছেন, ‘কুমিরটিকে মুক্ত করার জন্য এই পুরস্কার আমাকে কোনো অনুপ্রেরণা জোগায়নি। একটি সাপ বিপদে পড়লেও আমি সেটাকে সাহায্য করব।’

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি