তালেবান কাবুল দখলের পর থেকেই শঙ্কা ছিল লেখাপড়ার অধিকার হারাতে যাচ্ছে নারীরা। তবে সরকার গঠনের সময় তালেবান বলেছিল তাঁরা আগের বারের মতো দেশ চালাবে না। অনেক পরিবর্তন আনবে। কিন্তু নারীদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এমনকি চাকরিতেও যেতে দেওয়া হচ্ছে না।
সম্প্রতি প্রাথমিকের মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শিগগির মাধ্যমিকেও নারীদের ফেরানো হবে। তবে ঠিক কবে থেকে যেতে পারবে সেটি জানাবে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সাঈদ খোস্তি আরও বলেন, ‘শিগগির বিশ্ববিদ্যালয় এবং চাকরি ক্ষেত্রেও নারীরা দ্রুত ফিরতে পারবেন বলে আশা করা যাচ্ছে।’ এমনকি নারী শিক্ষকেরাও কাজে ফিরতে পারবেন। তালেবান ক্ষমতা দখলের পর থেকেই তিনি এমন আলোচনা করে আসছেন। সময় লাগলেও নারীরা অধিকার ফিরে পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।