হোম > বিশ্ব > এশিয়া

জাপানে জন্মহারের দ্বিগুণ মৃত্যুহার

জাপানে জন্মহারের চেয়ে মৃত্যুহার দ্বিগুণ হয়ে উঠেছে বলে নতুন গবেষণায় উঠে এসেছে। ২০২৩ সালে জাপানের জন্মহার রেকর্ড পরিমাণে হ্রাস পেয়েছে। সরকারি তথ্য অনুসারে, ১৯৩৩ সালের পর দেশটিতে বিয়ে নিবন্ধনের হারও সর্বনিম্নে এসে ঠেকেছে।

গবেষণায় উঠে আসা এ সংখ্যাগুলো বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে জনমিতির নাটকীয় চ্যালেঞ্জগুলোকে তুলে ধরেছে। এ চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে শ্রমিক ঘাটতি এবং অশীতিপর প্রতি ১০ জনের মধ্যে একজনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। 

গত ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত প্রাথমিক ডেটা অনুসারে, ২০২৩ সালে জাপানে টানা অষ্টমবারের মতো জন্মহার হ্রাস পেয়েছে। গত বছর দেশটিতে ৭ লাখ ৫৮ হাজার ৬৩১ শিশুর জন্ম হয়, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ১ শতাংশ কম। অথচ জন্মহারের চেয়ে মৃত্যুহার ছিল দ্বিগুণের চেয়েও বেশি। গত বছরের দেশটিতে ১৫ লাখ ৯০ হাজার ৫০৩ জনের মৃত্যু হয়। অর্থাৎ গত বছরই দেশটির জনসংখ্যা ৮ লাখ ৩১ হাজার ৮৭২ জন হ্রাস পেয়েছে।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ১৯৪৭ এবং ১৯৪৯ সালের মধ্যে যুদ্ধোত্তর সময়ে দেশটির জন্মহার শীর্ষে ছিল। তখন প্রতি বছরে ২৫ লাখেরও বেশি শিশুর জন্ম হয়েছিল। ১৯৭১ ও ১৯৭৪ সালের মধ্যে দেশটিতে দ্বিতীয় দফায় জন্মহারে এমন বৃদ্ধি দেখা যায়। সে সময়ে প্রতি বছরে ২০ লাখেরও বেশি শিশুর জন্ম হয়।

২০২৩ সালে দেশটিতে ৪ লাখ ৮৯ হাজার ২৮১টি বিয়ে নিবন্ধন করা হয়, যা গত বছরের তুলনায় ৫ দশমিক ৯ শতাংশ কম। প্রথমবারের মতো দেশটিতে পাঁচ লাখেরও কম বিয়ের নিবন্ধন রেকর্ড করা হয়েছে। ১৯৩৩ সালের নিবন্ধিত বিয়ের পর এ সংখ্যা সর্বনিম্ন। ওই বছর ৪ লাখ ৮৬ হাজার ৫৮টি বিয়ে রেকর্ড করা হয়েছিল। সে সময় জাপানের জনসংখ্যা ছিল প্রায় ৭ কোটি, যেখানে এখন প্রায় ১২ কোটি ৪০ লাখ।

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছে

দক্ষিণ কোরিয়ায় ইংরেজি পরীক্ষা নিয়ে এত হইচই কেন

লোকলজ্জার ভয় ও মার্কিন অর্থায়ন হ্রাস, পাপুয়া নিউগিনিতে এইচআইভি এখন ‘জাতীয় সংকট’

হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০

স্কুলে মোবাইল নিষিদ্ধের এক বছর পর কী ফল পেল নিউজিল্যান্ড

আফগানিস্তানে ‘পিকি ব্লাইন্ডার্স’ চরিত্র সাজায় চার যুবককে গ্রেপ্তার

জাপানকে ঘিরে চীনা-রুশ যুদ্ধবিমানের চক্কর—অভিযোগ টোকিওর

ইন্দোনেশিয়ায় ড্রোন সরবরাহ প্রতিষ্ঠানের কার্যালয়ে আগুন, নিহত ২০

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে নতুন করে ছড়িয়ে পড়েছে সংঘাত, নিহত ৭