হোম > বিশ্ব > এশিয়া

আগামী বুধবার পদত্যাগ করছেন গোতাবায়া, জানালেন শ্রীলঙ্কার স্পিকার

বিস্তর জলঘোলা শেষে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগের কথা জানিয়েছেন। আগামী বুধবার (১৩ জুলাই) তিনি পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে বিবিসিকে জানিয়েছেন, প্রেসিডেন্ট গোতাবায়া তাঁকে পদত্যাগের কথা জানিয়েছেন।

গত শুক্রবার কারফিউ তুলে নেওয়ার পর শনিবার পথে নেমে আসে শ্রীলঙ্কার জনতা। বিক্ষোভে ফেটে পড়ে তারা। একপর্যায়ে প্রেসিডেন্ট প্রাসাদে হামলা করে তারা। বিক্ষোভের মুখে প্রাসাদ ছেড়ে পালিয়ে যান গোতাবায়া রাজাপক্ষে। এতে বিক্ষোভকারীরা নিরস্ত হয়নি। তারা সেখানে ভাঙচুর চালায়। প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে পড়া বিক্ষোভকারীদের কিছু ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায় প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরে থাকা সুইমিংপুলে সাঁতার কাটছেন কিছু বিক্ষোভকারী।

প্রসঙ্গত, চরম অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় বিক্ষোভের মুখে এর আগে সরে যেতে হয়েছিল দীর্ঘদিনের প্রধানমন্ত্রী এবং গোতাবায়া রাজাপক্ষের ভাই মাহিন্দা রাজাপক্ষেকে। জনদাবির মুখে তাঁকে পদত্যাগ করতে হয়। নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে। কিন্তু প্রেসিডেন্টের গদি আঁকড়ে ছিলেন গোতাবায়া রাজাপক্ষে। এর মধ্যেই জ্বালানি, বিদ্যুৎ ও খাদ্যসংকট চরমে পৌঁছায়। ফলে আবারও পথে নামে মানুষ। 

শনিবার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। সারা দেশ থেকে বিক্ষোভকারীরা এসে জড়ো হয় শহরটিতে। সরকারবিরোধী র‍্যালি ও বিক্ষোভ প্রদর্শনের একপর্যায়ে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ঢুকে পড়ে তারা। চলমান অচলাবস্থার মধ্যেই প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ পদত্যাগে সম্মতির বিষয়টি জানান। 

গোতাবায়ার বাসভবনে হামলার পর বিভিন্ন দলের নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন রনিল বিক্রমাসিংহে। এই বৈঠকের পরই তিনি পদত্যাগ করার কথা জানান।

এদিকে রনিল বিক্রমাসিংহের বাসায় হামলার বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে এনডিটিভি। এতে দেখা যায়, বাসভবনের ভেতরে আগুন জ্বলছে। এ ছাড়া বিক্ষোভকারী বাইরে স্লোগান দিচ্ছেন।

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২