হোম > বিশ্ব > এশিয়া

পাকিস্তানের মসজিদে আত্মঘাতী হামলায় নিহতদের অধিকাংশই পুলিশ কর্মকর্তা 

পাকিস্তানের পেশোয়ারে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত ১০০ জনের মরদেহ পাওয়ার কথা জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ ছাড়া আহত ২২৫ জনের বেশি। তাঁদের অনেকেই গুরুতর আহত অবস্থা হাসপাতালে চিকিৎসাধীন।

পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানান, তাঁদের হাসপাতালে এখন পর্যন্ত ১০০ মরদেহ আনা হয়েছে। গতকাল মঙ্গলবার বিবৃতিতে এ কথা বলেন আসিম। সোমবারের ভয়াবহ হামলায় নিহতদের অধিকাংশই পুলিশ কর্মকর্তা বলেও জানান তিনি।

মৃতদেহ পরিবারের কাছে তুলে দেওয়ার কাজও শুরু হয়েছে। এর মধ্যেই বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার দাফন সম্পন্ন হয়েছে। এ সময় তাঁদের কফিন পাকিস্তানি পতাকা দিয়ে ঢাকা ছিল।

সোমবার জোহরের নামাজের সময় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ছিলেন। পেশোয়ারের পুলিশ কর্মকর্তা ইজাজ খান স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, হামলার সময় ওই এলাকায় ৩০০ থেকে ৪০০ পুলিশ কর্মকর্তা দায়িত্বরত ছিলেন।

এদিকে হামলার দুই দিনের মাথায় বুধবারও মসজিদের ভেতরে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচে যাঁরা চাপা পড়ে আছেন, উদ্ধারকারীরা তাঁদের বের করে আনার চেষ্টা করছেন।

দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পেশোয়ারের মসজিদে এই হামলার লক্ষ্যবস্তু ছিল পুলিশ। পাকিস্তানকে রক্ষার দায়িত্ব পালন করেন যাঁরা, তাঁদের লক্ষ্য করেই সন্ত্রাসীরা আতঙ্ক সৃষ্টি করতে চায় বলে মনে করেন তিনি। সোমবার হামলার পর হতাহতদের দেখতে হাসপাতালে যান শাহবাজ। এ সময় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল