হোম > বিশ্ব > এশিয়া

থাইল্যান্ডে নৌবাহিনীর জাহাজডুবির ঘটনায় ৬ ক্রুর মরদেহ উদ্ধার

থাইল্যান্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনায় ছয় ক্রু সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারীরা। থাই নৌবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) থাইল্যান্ডের উপসাগরে মৃত নাবিকদের সঙ্গে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ছয়জনের মৃতদেহ উদ্ধারের পর এখনো নিখোঁজ আরও ২৩ নাবিকের সন্ধানে থাইল্যান্ড উপসাগরে ৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অভিযান চলছে। থাই নৌ ও বিমানবাহিনীর সদস্যদের পাশাপাশি চারটি জাহাজ ও একাধিক হেলিকপ্টারও উদ্ধারকাজে মোতায়েন করা হয়। 

রোববার রাতে ঝড়ের কবলে পড়ে শতাধিক যাত্রী নিয়ে থাইল্যান্ড উপসাগরে ডুবে যায় যুদ্ধজাহাজ এইচটিএমএস সুখোথাই। ব্যাংককের দক্ষিণে প্রেচুয়াপ খিরি খান প্রদেশের উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে জাহাজটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এ সময় জাহাজটিতে পানি ঢোকার পর এর পাটাতন ডুবে যায়। এরপর জাহাজটির বিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষে শর্টসার্কিট হয়। 

বিদ্যুৎ চলে যাওয়ার পরও ক্রুরা নিয়ন্ত্রণ ধরে রাখার প্রাণপণ চেষ্টা করেন, কিন্তু জাহাজটি একপাশে কাত হয়ে স্থানীয় সময় রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ ডুবে যায়। নৌবাহিনী বলছে, জাহাজডুবির পর এ পর্যন্ত ৭৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

রাতে ঝড়ের কবলে পড়ায় অনেক নাবিকই সম্ভবত ঘুমিয়ে ছিলেন এবং পরে বিশৃঙ্খল পরিস্থিতিতে লাইফবোট বের করার বিধিও অনুসরণ করতে পারেননি বলে ধারণা অনেকের। 

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী