হোম > বিশ্ব > এশিয়া

থাইল্যান্ডে নৌবাহিনীর জাহাজডুবির ঘটনায় ৬ ক্রুর মরদেহ উদ্ধার

থাইল্যান্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনায় ছয় ক্রু সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারীরা। থাই নৌবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) থাইল্যান্ডের উপসাগরে মৃত নাবিকদের সঙ্গে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ছয়জনের মৃতদেহ উদ্ধারের পর এখনো নিখোঁজ আরও ২৩ নাবিকের সন্ধানে থাইল্যান্ড উপসাগরে ৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অভিযান চলছে। থাই নৌ ও বিমানবাহিনীর সদস্যদের পাশাপাশি চারটি জাহাজ ও একাধিক হেলিকপ্টারও উদ্ধারকাজে মোতায়েন করা হয়। 

রোববার রাতে ঝড়ের কবলে পড়ে শতাধিক যাত্রী নিয়ে থাইল্যান্ড উপসাগরে ডুবে যায় যুদ্ধজাহাজ এইচটিএমএস সুখোথাই। ব্যাংককের দক্ষিণে প্রেচুয়াপ খিরি খান প্রদেশের উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে জাহাজটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এ সময় জাহাজটিতে পানি ঢোকার পর এর পাটাতন ডুবে যায়। এরপর জাহাজটির বিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষে শর্টসার্কিট হয়। 

বিদ্যুৎ চলে যাওয়ার পরও ক্রুরা নিয়ন্ত্রণ ধরে রাখার প্রাণপণ চেষ্টা করেন, কিন্তু জাহাজটি একপাশে কাত হয়ে স্থানীয় সময় রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ ডুবে যায়। নৌবাহিনী বলছে, জাহাজডুবির পর এ পর্যন্ত ৭৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

রাতে ঝড়ের কবলে পড়ায় অনেক নাবিকই সম্ভবত ঘুমিয়ে ছিলেন এবং পরে বিশৃঙ্খল পরিস্থিতিতে লাইফবোট বের করার বিধিও অনুসরণ করতে পারেননি বলে ধারণা অনেকের। 

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!