হোম > বিশ্ব > এশিয়া

মিয়ানমারে ৩ দিনে ৮৫ সেনা নিহত

মিয়ানমারে জান্তাবিরোধীদের সঙ্গে সংঘর্ষে আরও ২৫ সেনা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এমনটি জানা গেছে।

ইরাবতীর প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাগাইন অঞ্চলে ২৫ সেনা নিহতের মধ্য দিয়ে গত তিন দিনে এ এলাকায় নিহত সেনার সংখ্যা বেড়ে হয়েছে ৮৫। গত ১৯ অক্টোবর থেকে ১২৭টি ঘটনায় এ পর্যন্ত ২০০ জান্তা সেনা মারা গেছেন বলে জানিয়েছে জাতীয় ইউনিটি সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

কাউলিন রিভ্যুলিউশন (কেআর) এর আগে গত বুধবার জানায়, জান্তাবিরোধী কাউলিন পিপলস ডিফেন্স ফোর্সের (কেএলপিডিএফ) সঙ্গে সংঘর্ষে ৪০ জন সরকারি সেনা নিহত হয়েছেন। এ ছাড়াও কিউনবিনথা গ্রামের বাইরে পৃথক কয়েকটি ঘটনায় আরও ২০ জন মারা যান। তবে ইউনিটি সরকার বলছে, বৃহস্পতিবার ১৪ জন সরকারি সেনা মারা গেছেন।

স্থানীয় একটি পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে সম্প্রতি সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর রক্তক্ষয়ী অভিযানে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অভ্যুত্থানের পর গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজারের বেশি মানুষকে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয়। ফলে অং সান সু চিকে হটিয়ে সেখানে এক দশকের অস্থায়ী গণতন্ত্রের অবসান হয়। এর পর থেকেই মিয়ানমারে অশান্তি বিরাজ করছে।

বন্ডি বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে

বন্ডি বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছে

দক্ষিণ কোরিয়ায় ইংরেজি পরীক্ষা নিয়ে এত হইচই কেন

লোকলজ্জার ভয় ও মার্কিন অর্থায়ন হ্রাস, পাপুয়া নিউগিনিতে এইচআইভি এখন ‘জাতীয় সংকট’

হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০

স্কুলে মোবাইল নিষিদ্ধের এক বছর পর কী ফল পেল নিউজিল্যান্ড

আফগানিস্তানে ‘পিকি ব্লাইন্ডার্স’ চরিত্র সাজায় চার যুবককে গ্রেপ্তার