হোম > বিশ্ব > এশিয়া

মিয়ানমারে ৩ দিনে ৮৫ সেনা নিহত

মিয়ানমারে জান্তাবিরোধীদের সঙ্গে সংঘর্ষে আরও ২৫ সেনা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এমনটি জানা গেছে।

ইরাবতীর প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাগাইন অঞ্চলে ২৫ সেনা নিহতের মধ্য দিয়ে গত তিন দিনে এ এলাকায় নিহত সেনার সংখ্যা বেড়ে হয়েছে ৮৫। গত ১৯ অক্টোবর থেকে ১২৭টি ঘটনায় এ পর্যন্ত ২০০ জান্তা সেনা মারা গেছেন বলে জানিয়েছে জাতীয় ইউনিটি সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

কাউলিন রিভ্যুলিউশন (কেআর) এর আগে গত বুধবার জানায়, জান্তাবিরোধী কাউলিন পিপলস ডিফেন্স ফোর্সের (কেএলপিডিএফ) সঙ্গে সংঘর্ষে ৪০ জন সরকারি সেনা নিহত হয়েছেন। এ ছাড়াও কিউনবিনথা গ্রামের বাইরে পৃথক কয়েকটি ঘটনায় আরও ২০ জন মারা যান। তবে ইউনিটি সরকার বলছে, বৃহস্পতিবার ১৪ জন সরকারি সেনা মারা গেছেন।

স্থানীয় একটি পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে সম্প্রতি সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর রক্তক্ষয়ী অভিযানে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অভ্যুত্থানের পর গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজারের বেশি মানুষকে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয়। ফলে অং সান সু চিকে হটিয়ে সেখানে এক দশকের অস্থায়ী গণতন্ত্রের অবসান হয়। এর পর থেকেই মিয়ানমারে অশান্তি বিরাজ করছে।

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের