হোম > বিশ্ব > এশিয়া

কাবুল বিমানবন্দরে রকেট হামলার দায় নিল আইএস

আফগানিস্তানের কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর লক্ষ্য করে রকেট ছোড়ার দায় স্বীকার করেছে আইএসআইএল। আজ সোমবার ইসলামিক স্টেট এ দায় স্বীকার করে বিবৃতি দেয়। 

সোমবার সকালে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয় কাবুল বিমানবন্দর লক্ষ্য করে। তবে রকেটগুলো কাবুল বিমানবন্দরে আঘাত হানতে পারেনি। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়। 

এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএসআইএল। টেলিগ্রাম চ্যানেলে তাদের পরিচালিত নাশের নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, ছয়টি রকেট ছোড়া হয়েছিল বিমানবন্দর লক্ষ্য করে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, আগামীকাল মঙ্গলবার আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা যুক্তরাষ্ট্রের। এর ঠিক আগের দিন এমন হামলা চেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ওয়াশিংটন থেকে। 

হোয়াইট হাউসের পক্ষ থেকে এ হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে তারা জানিয়েছে, বিমানবন্দরে চলমান উদ্ধারকাজ এতে বাধাগ্রস্ত হয়নি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এই পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। 

এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া বেশ কিছু রকেট ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে।

প্রসঙ্গত, আগামীকাল মঙ্গলবার আফগানিস্তান থেকে প্রত্যাবাসন কার্যক্রমের শেষ দিন। প্রত্যাবাসন চলাকালীন মঙ্গলবারের মধ্যে ফের হামলা প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে হামলা চালায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এতে প্রাণ হারায় ১৭৫ জন। এরপর ফের গতকাল রোববার কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট হামলার ঘটনা ঘটে। এরপর আফগানিস্তানের রাজধানী কাবুলে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। আত্মঘাতী হামলাকারীকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে যুক্তরাষ্ট্র জানালেও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, এতে বেশ কয়েকটি শিশুসহ বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে।

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট