হোম > বিশ্ব > এশিয়া

গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে দিল ৮ বছরের এক দাবাড়ু

সিঙ্গাপুরের ৮ বছর বয়সী এক বালক কোনো গ্র্যান্ডমাস্টারকে হারানো সর্বকনিষ্ঠ দাবা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছে। গত রোববার সুইজারল্যান্ডের ‘বার্গডর্ফার স্ট্যাডথাউস’ ওপেনে ৩ ঘণ্টার লড়াই শেষে ৮ বছর ৬ মাস বয়সী অশ্বথ কৌশিক ৩৭ বছর বয়সী পোলিশ গ্র্যান্ডমাস্টার জ্যাসেক স্টোপাকে পরাজিত করেন।

এ বিষয়ে আজ মঙ্গলবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কৌশিক মাত্র কয়েক দিন আগেই সার্বিয়ার লিওনিড ইভানোভিচের করা রেকর্ডটি ভেঙে ফেলেছে। মাত্র এক সপ্তাহ আগেই লিউনিড ৮ বছর ১১ মাস বয়সে ৫৯ বছর বয়সী বুলগেরিয়ান গ্র্যান্ডমাস্টার মিলকো পপচেভকে পরাজিত করেছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, কৌশিক একজন ভারতীয়। সাত বছর আগে পরিবারের সঙ্গে সে সিঙ্গাপুরে চলে গিয়েছিল। বিজয়ের পর সিঙ্গাপুর স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে কৌশিক বলেছে, ‘বোর্ডে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডমাস্টারকে হারানোর অনুভূতি খুবই রোমাঞ্চকর, একই সঙ্গে আশ্চর্যজনক। তাই আমি নিজেকে নিয়ে খুব গর্বিত।’

চেস ডটকমের মতে, প্রতিযোগিতামূলক দাবায় সাম্প্রতিক সময়ে কম বয়সী এমনকি শিশুরা অসাধারণ ফলাফল দেখাচ্ছে। বিষয়টি মহামারির জন্য হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ এই সময়টিতে বাড়ির ভেতরে অবস্থান করে দাবায় ডুব দিয়েছিল অসংখ্য শিশু। 

গত রোববার কৌশিক তার প্রতিদ্বন্দ্বী জ্যাসেক স্টোপার সঙ্গে প্রথম তিনটি গেমে জয় পায়। কিন্তু পরের খেলায় ব্রিটিশ খেলোয়াড় হ্যারি গ্রিভের কাছে সে হেরে যায়। ২৩ বছর বয়সী হ্যারি গ্রিভ ২০২২ সালে ব্রিটিশ দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।

হ্যারি গ্রিভের কাছে হেরে গেলেও কৌশিকের কৃতিত্বে খুশি তার পরিবার। তার মা রোহিনী রামচন্দ্রন জানিয়েছেন, মাত্র চার বছর বয়সেই দাবা খেলার সঙ্গে পরিচয় ঘটেছিল কৌশিকের। কিন্তু দাবা খেলা শেখার মাস দুয়েকের মধ্যেই সে তার বাবা-মা সহ পরিবারের অন্য সদস্যদেরও যখন-তখন হারিয়ে দিতে পারত।

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

৮০ হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান, জাতিসংঘের নিন্দা

মিয়ানমারে আফিম চাষ বেড়েছে বহুগুণ, সংঘাত ও দারিদ্র্যে চোরাচালানে জড়াচ্ছেন কৃষকেরা

এশিয়ার চার দেশে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

এশিয়াজুড়ে বন্যা–ভূমিধসের তাণ্ডব, মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

প্রথমবারের মতো কাঠমান্ডুতে মৎস্য মেলার আয়োজন করল বাংলাদেশ

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, চার দেশে ৬০০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান

ঘূর্ণিঝড়ে শ্রীলঙ্কায় মৃত বেড়ে ১৫৩, আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা