হোম > বিশ্ব > এশিয়া

রাশিয়া থেকে জ্বালানি তেল কিনবে মিয়ানমার

রাশিয়া থেকে গ্যাসোলিন ও জ্বালানি তেল আমদানির পরিকল্পনা করেছে সামরিক বাহিনী শাসিত মিয়ানমার। গত বুধবার দেশটির জান্তা সরকারের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ এবং ক্রমবর্ধমান দাম মোকাবিলায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

মিয়ানমারের এই ঘোষণার মধ্য দিয়ে রাশিয়ার তেল–গ্যাস রপ্তানির ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যেই আরেকটি উন্নয়নশীল দেশ রাশিয়া থেকে জ্বালানি আমদানির সিদ্ধান্ত নিল। 

মিয়ানমারের জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন বলেন, ‘আমরা রাশিয়া থেকে পেট্রল আমদানির অনুমতি পেয়েছি।’ রাশিয়ার জ্বালানির মান ও সাশ্রয়ী মূল্যের কারণেই দেশটি থেকে জ্বালানি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তিনি। আগামী সেপ্টেম্বর থেকে মিয়ানমারে রাশিয়ার জ্বালানি তেল পৌঁছানো শুরু করবে। 

পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার। উভয় দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকার পরও সেই সম্পর্ক এগিয়ে নিয়ে গেছে। গত বছর নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখল করায় মিয়ানমারের বিরুদ্ধে এবং চলতি বছর ইউক্রেনে রাশিয়ার দাবিকৃত ‘বিশেষ সামরিক অভিযান’ চালানোয় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। 

চলতি বছরের শেষ দিকে রাশিয়ার জ্বালানি তেল রপ্তানির ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আশঙ্কা করছে মস্কো। এই অবস্থায় অর্থনীতি সচল রাখতে বিকল্প রপ্তানি বাজার খুঁজছে দেশটি। এ ক্ষেত্রে এশিয়ার দিকেই তাদের মনযোগ তাদের সবচেয়ে বেশি। 

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি