হোম > বিশ্ব > এশিয়া

ভারতীয় সাবমেরিনের অনুপ্রবেশ ঠেকিয়ে দেওয়ার দাবি পাকিস্তানের 

পাকিস্তানের জলসীমায় অনুপ্রবেশকালে ভারতের একটি সামরিক সাবমেরিন শনাক্ত ও সেটির গতিপথ আটকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের নৌবাহিনী। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের নৌবাহিনীর পক্ষ থেকে এমনটি বলা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

পাকিস্তানের নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়, গত শনিবার রাতে ওই ঘটনা ঘটে।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, বিরাজমান নিরাপত্তা পরিস্থিতিতে পাকিস্তানের নৌসীমা সুরক্ষিত রাখতে দেশটির নৌবাহিনী কঠোর নজরদারি বজায় রেখেছে।
 
সর্বশেষ সাবমেরিন অনুপ্রবেশের অভিযোগ নিয়ে বিবৃতির পাশাপাশি একটি ভিডিওর ইনফ্রারেড ফুটেজে প্রকাশ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। সেখানে দেখা গেছে, স্থানীয় সময় ১৬ অক্টোবর বেলা ১১টা ১৮ মিনিট থেকে ১১টা ৩৬ মিনিটের মধ্যে একটি সাবমেরিনের ছুটে চলছে। ওই সাবমেরিনের ভৌগোলিক অবস্থান দেখানো হয়েছে পাকিস্তানের বন্দর নগর করাচির ২৮৩ কিলোমিটার দক্ষিণে।

এ নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী ও সরকার প্রায়ই একে অন্যের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের পৃষ্ঠপোষকতা দেওয়া অভিযোগ তোলে। 

২০১৬ সাল থেকে পাকিস্তানের জলসীমায় ভারতীয় সাবমেরিন অনুপ্রবেশের তৃতীয় ঘটনা এটি। এর আগে ২০১৯ সালের মার্চে এবং ২০১৬ সালের নভেম্বরে পাকিস্তানের জলসীমায় সাবমেরিনের অনুপ্রবেশ ঘটিয়েছিল ভারত। 

কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনার মধ্যে ২০১৯ সালের মার্চে ভারতীয় একটি সাবমেরিন নিজেদের জলসীমায় অনুপ্রবেশ করানো হয় বলে তখন অভিযোগ তুলে পাকিস্তান। সম্প্রতি কাশ্মীর আবারও অস্থির হয়ে উঠেছে। সম্প্রতি সেখানে ১১ জন বেসামরিক নাগরিক হত্যার ঘটনা ঘটেছে।

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের