হোম > বিশ্ব > এশিয়া

সরকারি চাকরি থেকে স্বজনদের বরখাস্ত করার নির্দেশ তালেবানের

সরকারি পদে নিয়োগ দেওয়া আত্মীয়–স্বজনদের বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন আফগানিস্তানের সর্বোচ্চ তালেবান নেতা। শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার জারি করা অধ্যাদেশে কর্মকর্তাদের উদ্দেশে বলা হয়েছে, সরকারি পদ থেকে ছেলে বা পরিবারের অন্য সদস্যদের প্রতিস্থাপন করতে হবে এবং ভবিষ্যতে আত্মীয়–স্বজনদের নিয়োগ দেওয়া থেকে বিরত থাকুন।

২০২১ সালে তালেবান ক্ষমতা গ্রহণ করার সময় আফগান সরকারের কিছু জ্যেষ্ঠ আমলাকে বরখাস্ত করা হয়। বাকিদের অধিকাংশই পালিয়ে যান। এরপর ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে অযোগ্য ও অনভিজ্ঞ কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

পাকিস্তানের পেশোয়ার ভিত্তিক আফগান ইসলামিক প্রেস প্রতিবেদন করেছে, বেশ কয়েকজন জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তা তাঁদের ছেলেদের সরকারের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন—এমন অভিযোগ ওঠার পরই শীর্ষ নেতার পক্ষ থেকে এমন ডিক্রি জারি করা হলো। 

গত শনিবার প্রশাসনিক বিষয়ক কার্যালয়ের টুইটার পেজে ডিক্রিটির একটি ছবি পোস্ট করা হয়েছে।

তালেবান কাবুলে প্রবেশের পর এবং দেশটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার পর থেকে আফগানিস্তান গভীর অর্থনৈতিক ও মানবিক সংকটের সম্মুখীন হয়েছে। যেখানে বিদেশি সামরিক বাহিনী দুই দশক ধরে দেশটিতে অবস্থানকালে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ বাস্তুচ্যুত হয়েছে।

ক্ষমতা দখলের পর তালেবান সরকারের সদস্যদের ওপর পশ্চিমারা নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্র আফগান কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক সম্পদ জব্দ করেছে। বেশির ভাগ বিদেশি তহবিল স্থগিত করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অর্থনীতির জন্য এসব অনুদানই ছিল লাইফলাইন।

আফগানিস্তান প্রাকৃতিক গ্যাস, তামা এবং বিরল মৃত্তিকাসহ মূল্যবান প্রাকৃতিক সম্পদের আধার। এসব খনিজ সম্পদের আনুমানিক মূল্য ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলার। কিন্তু কয়েক দশকের সংঘাতের কারণে সেই মজুতে হাতই দিতে পারেনি দেশটির কর্তৃপক্ষ।

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন