হোম > বিশ্ব > এশিয়া

কৃষি উৎপাদন বাড়াতে শ্রীলঙ্কার সরকারি কর্মচারীরা পাবেন ১ দিন অতিরিক্ত ছুটি

এবার কৃষি উৎপাদন বাড়াতে সরকারি কর্মচারীদের সপ্তাহে অতিরিক্ত একদিন করে ছুটি দেবে শ্রীলঙ্কা সরকার। ভয়াবহ আর্থিক সংকটে থাকা দেশটি খাদ্য এবং জ্বালানি সংকট কাটিয়ে ওঠার প্রাণপণ চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় এবার সরকারি চাকুরেদের বাড়ির পতিত এবং আবাদি জমিতে চাষবাসের জন্য সপ্তাহে অতিরিক্ত একদিন করে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শ্রীলঙ্কার মন্ত্রিসভা গত সোমবার এই সিদ্ধান্তের অনুমোদন দেয়। সরকারের তরফ থেকে খাদ্য এবং জ্বালানি সংকট কাটিয়ে উঠতেই অতিরিক্ত প্রচেষ্টা হিসেবেই এই সিদ্ধান্ত।

শ্রীলঙ্কার সরকারের নেওয়া এই সিদ্ধান্ত অনুসারে এখন থেকে আগামী তিন মাস প্রতি শুক্রবার সরকারি চাকুরেদের ছুটি দেওয়া হবে যাতে তাঁরা কৃষি উৎপাদনে জড়িত হতে পারেন। এই ছুটির জন্য কোনো অর্থ কাটা হবে না সরকারের তরফ থেকে।

শ্রীলঙ্কায় প্রায় ১০ লাখ মানুষ সরকারি চাকরির সঙ্গে জড়িত। সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে সরকারি চাকুরেরাও খাদ্য এবং জ্বালানি সংকটে ভুগছেন।

শ্রীলঙ্কার সরকারের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘খাদ্যঘাটতির সমাধান হিসেবে সরকারি কর্মকর্তাদের এক কর্মদিবস ছুটি দেওয়া উপযুক্ত বলে মনে করে সরকার। তাঁদের নিজ বাড়ির উঠোনে বা অন্যত্র কৃষিকাজে উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ যথার্থ বলেই মনে হয়।’

বিবৃতিতে আরও বলা হয়, অতিরিক্ত এক দিন ছুটি ‘ভবিষ্যতে যে খাদ্যঘাটতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে’ তার একটি সম্ভাব্য সমাধান। এই ছুটি সরকারি কর্মচারীদের যাতায়াত কমাবে এবং এতে জ্বালানি খরচ কমবে।

সরকারের তরফ থেকে আরও বলা হয়েছে, যদি কোনা কর্মকর্তা–কর্মচারী দেশের বাইরে কাজ করতে যেতে চান তবে তাদের সরকারের তরফ থেকে সাহায্য করা হবে। এ ক্ষেত্রে তাঁর পদোন্নতি বা বেতন স্কেলে কোনো সমস্যা হবে না। তবে তাঁকে এই সময়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বেতন–ভাতা দেওয়া হবে না।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে