হোম > বিশ্ব > এশিয়া

রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ার রাজার সমর্থন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পক্ষে মুখ খুলেছেন দেশটির নতুন রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দার। তিনি বলেছেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ক্ষুণ্ন হয় এমন কোনো দাবি বা অনুরোধ তিনি মেনে নেবেন না। আজ সোমবার মালয়েশিয়ার পার্লামেন্টে চলতি বছরের প্রথম অধিবেশনের উদ্বোধনী ভাষণে তিনি এ কথা বলেন।

রাজা ইব্রাহিম বলেন, ‘যাদের রাজনীতি করে সরকার গঠনের ইচ্ছা আছে তাদের পরবর্তী জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। সকল রাজনৈতিক দলকে প্রচলিত আইন মেনে চলতে হবে এবং নির্বাচিত সরকারের প্রতি দলগতভাবে সম্মান জানাতে হবে।’ এ সময় তিনি জানান, ২০২৮ সালের আগে কোনো জাতীয় নির্বাচন হবে না।

মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতা উদ্বেগ প্রকাশ করেছেন রাজা। তাঁর সর্বশেষ ভাষণে সেই উদ্বেগের বহিঃপ্রকাশই ঘটেছে। মূলত আনোয়ার ইব্রাহিমের বিরোধী দলগুলোর নেতারা বারবার তাঁর সরকারের পদত্যাগ চাওয়ার বিষয়টিকে কেন্দ্র করেই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা শুরু। দেশটির সংবাদমাধ্যম এই বিষয়ে নিয়মিত সংবাদ প্রকাশের পর পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠেছে।

আনোয়ার জানিয়েছেন, বিরোধীরা তাঁর সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা করে ব্যর্থ হয়েছে। বিরোধীরাও বর্তমান সরকার পতনের সঙ্গে জড়িত—এমন অভিযোগ অস্বীকার করেছেন। দেশটিতে ২০১৮ সালের পর থেকে কোনো প্রধানমন্ত্রীই দুই বছরের বেশি দায়িত্ব পালন করতে পারেননি।

এই অবস্থায় গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়া রাজা সুলতান ইব্রাহিমের জন্য দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ।

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র