হোম > বিশ্ব > এশিয়া

হামাসের কমান্ডার হামলায় নিহত, দাবি ইসরায়েলের

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অন্যতম শীর্ষ কমান্ডার মুরাদ আবু মুরাদ হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) বরাত দিয়ে বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরায়েল এখবর দিয়েছে।  

হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের ড্রোন ও এরিয়াল অপারেশনস বিভাগের প্রধান ছিলেন মুরাদ। 

দ্য টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, হামাসের যে সদর দপ্তর থেকে আক্রমণ পরিচালনা করা হয় সেই স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা করেছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। 

আইডিএফ জানিয়েছে, সেই হামলায় নিহত হয়েছেন মুরাদ। সংক্ষিপ্ত বার্তায় আইডিএফ বলেছে, ‘গাজার যে গোপন ঘাঁটি থেকে ড্রোন ও অন্যান্য এরিয়াল হামলা পরিচালনা করে হামাস, শুক্রবার সেই ঘাঁটিতে হামলা চালিয়েছে বিমানবাহিনী। এতে ঘটনাস্থলেই মুরাদ আবু মুরাদসহ হামাসের বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছেন।’ 

আইডিএফ বলেছে, ‘গত সপ্তাহে ইসরায়েলে করা হামাসের হামলায় বড় ভূমিকা রেখেছিলেন আবু মুরাদ। হ্যাং গ্লাইডারে ভেসে হামাসের যোদ্ধাদের ইসরায়েলে অনুপ্রবেশের পরিকল্পনাতেও ছিলেন তিনি।’ 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরও জানায়, একই রাতে পৃথক বিমান হামলায় হামাসের কমান্ডো বাহিনীর অন্তর্গত কয়েক ডজন লক্ষ্যবস্তুতে তারা আঘাত হেনেছে। দেশটির বিমানবাহিনী বলেছে যে, ‘প্রতিরক্ষা বাহিনী এবং বিমানবাহিনী সন্ত্রাসী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েল রাষ্ট্রকে রক্ষা করার জন্য প্রয়োজন অনুযায়ী কাজ চালিয়ে যাবে।’ 

ইসরায়েলি হামলার ব্যাপারে হামাস থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে ইসরায়েলি বিমানবাহিনী বলেছে, ‘গত রাতে আইএএফ যুদ্ধবিমানগুলো গাজা উপত্যকা জুড়ে বিস্তৃত আকারে হামলা চালিয়েছে। এর মধ্যে নুখবা ফোর্সের ঘাঁটিও ছিল।’ 

পরবর্তীতে এক্স-এ দেওয়া আরেক পোস্টে নতুন তথ্য জানায় ইসরায়েলি বিমানবাহিনী। তারা বলেছে, ‘কিছুক্ষণ আগে আইডিএফ সৈন্যরা সন্ত্রাসীদের একটি ঘাঁটিকে শনাক্ত করেছে যেটা লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। মনুষ্যবিহীন যান ব্যবহার করে সেই ঘাঁটির বেশ কয়েকজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।’ 

অবরুদ্ধ গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য মতে, ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৩২০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যার ৬৬ শতাংশই মহিলা এবং শিশু। ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আহতের সংখ্যা এক হাজারের বেশি। 

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধ অষ্টম দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ১৯০০ মানুষ। আহত হয়েছেন সাড়ে ৭ হাজারেরও বেশি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি