হোম > বিশ্ব > এশিয়া

ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে চলেছে উত্তর কোরিয়া। শুক্রবার (১৪ অক্টোবর) দেশটির পূর্ব উপকূল থেকে সমুদ্রে একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এমনটা জানিয়েছে।

কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যে পারমাণবিক ক্ষমতাধর এই দেশের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্যে এটি সর্বশেষ। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার সীমান্তের কাছে একসঙ্গে প্রায় ১০টি সামরিক উড়োজাহাজ উড়তে দেখা যায় এবং পূর্ব ও পশ্চিম উপকূল থেকে সমুদ্রের বাফার জোনে প্রায় ১৭০ রাউন্ড আর্টিলারি নিক্ষেপ করে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। 

এদিকে নতুন করে উত্তেজনা বৃদ্ধির জন্য উত্তর কোরিয়ার নিন্দা করেছে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল। পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক পদক্ষেপকে ২০১৮ সালের দ্বিপক্ষীয় সামরিক চুক্তির লঙ্ঘন বলে উল্লেখ করেছে দেশটি। ওই চুক্তি অনুযায়ী সীমান্তে ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ নিষিদ্ধ করা হয়। 

উদ্ভূত পরিস্থিতিতে গত প্রায় পাঁচ বছরের মধ্যে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে প্রথম একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে সিউল। এতে ক্ষেপণাস্ত্র উন্নয়নে সংশ্লিষ্ট উত্তর কোরিয়ার ১৫ ব্যক্তি ও ১৬টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে দেশটি। 

এর আগে বুধবার (১২ অক্টোবর) দুটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দাবি করে পিয়ংইয়ং। ক্ষেপণাস্ত্রের এসব সফল পরীক্ষা উত্তর কোরিয়াকে আরও শক্তিশালী করবে বলে প্রশংসা করেন দেশটির নেতা কিম জং উন। 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, বুধবার পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রটি কৌশলগত পরমাণু অস্ত্র বহনযোগ্য হওয়ায় কোরিয়ান পিপলস আর্মির সক্ষমতা আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে। ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো ২ হাজার কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে দূরে সাগরে গিয়ে পড়ে। 

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭