হোম > বিশ্ব > এশিয়া

টুইটারের ব্লু টিক ফি নিয়ে মাস্কের সঙ্গে আলোচনায় বসবেন এরদোয়ান! 

ইউক্রেন সংকট শুরুর পর ইউক্রেনের শস্য রপ্তানির বিষয়ে মধ্যস্থতা করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আজারবাইজান–আর্মেনিয়ার সংকটেও ভূমিকা রেখেছিলেন তিনি। এবার ইলন মাস্কের টুইটারের ব্লু টিক ফির বিষয়টি নিয়েও তাঁর সঙ্গে আলোচনা করতে পারেন এরদোয়ান। তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আনাদলুর প্রতিবেদনে বলা হয়েছে, এরদোয়ান গতকাল বুধবার জানিয়েছিলেন—তিনি টুইটারের নতুন পরিচালক ইলন মাস্কের সঙ্গে অ্যাকাউন্ট ভেরিফাই করে ব্লু টিক চিহ্ন আনার জন্য ৮ ডলার ফি’র বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন।

তুরস্কের একটি সম্প্রচারমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ানকে টুইটারের অ্যাকাউন্ট ভেরিফাই করার ক্ষেত্রে ৮ ডলার ফি নেওয়ার বিষয়টি নিয়ে কিছু বলতে বললে তিনি বলেন, ‘এটি হয়তো আমাদের জন্য ভিন্ন কিছু হতে পারে।’ হাসতে হাসতে এরদোয়ান আরও বলেন, ‘এই বিষয়টি নিয়ে আমরা তাঁর সঙ্গে কূটনৈতিক তৎপরতাও চালাতে পারি।’

এর আগে, ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কিনে নেওয়ার পর ইলন মাস্ক জানিয়েছিলেন, এখন থেকে টুইটারে উঁচুনিচু ভেদ থাকবে না এবং তাই ব্লু টিক নিতে পারবে সবাই। তবে সে ক্ষেত্রে ব্লু টিক নেওয়ার জন্য প্রতি মাসে ৮ ডলার করে ফি দিতে হবে।

উল্লেখ্য, এরদোয়ান এবং ইলন মাস্কের মধ্য ভালো সম্পর্ক বিদ্যমান। ২০২১ সালের ডিসেম্বর মাসে তাঁরা দুজন এক ভিডিও কনফারেন্সে বৈশ্বিক অর্থনীতি, তুরস্কের মহাকাশ প্রকল্পসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছিলেন 

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে

বন্ডাই বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছে

দক্ষিণ কোরিয়ায় ইংরেজি পরীক্ষা নিয়ে এত হইচই কেন

লোকলজ্জার ভয় ও মার্কিন অর্থায়ন হ্রাস, পাপুয়া নিউগিনিতে এইচআইভি এখন ‘জাতীয় সংকট’

হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০

স্কুলে মোবাইল নিষিদ্ধের এক বছর পর কী ফল পেল নিউজিল্যান্ড

আফগানিস্তানে ‘পিকি ব্লাইন্ডার্স’ চরিত্র সাজায় চার যুবককে গ্রেপ্তার