দুবাই থেকে প্রায় ২৩ কোটি টাকা মূল্যের ২৫ কেজি সোনা ভারতে পাচারের অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন মুম্বাইয়ের আফগান কনসুল জেনারেল জাকিয়া ওয়ারদাক। জানা যায়, ভারতের জেষ্ঠ আফগান কূটনীতিক ছিলেন জাকিয়া।
এই কূটনীতিক ঘটনাকে তাঁর বিরুদ্ধে ‘ব্যক্তিগত আক্রমণ ও মানহানি’ বলে দাবি করেছেন। তিনি মনে করেন, আফগানিস্তানের একমাত্র নারী কূটনীতিক হওয়ায় তাঁর বিরুদ্ধে এই ষড়যন্ত্র করা হয়েছে।
এপ্রিলের শেষ সপ্তাহে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স মুম্বাই বিমানবন্দরে জাকিয়া ওয়ারদাককে সোনাসহ আটক করেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, সোনা জব্দ করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে, তবে তাঁকে গ্রেপ্তার করা হয়নি। কারণ তিনি ডিপ্লোম্যাটিক ইমিউনিটির অধীনে রয়েছেন।
আফগানিস্তানের আশরাফ ঘানি সরকারের আমলে নিয়োগ পেয়েছিলেন জাকিয়া। পরে ২০২১ সালে তালেবান সরকার দেশটির ক্ষমতায় আসে। ভারত এখনো ঘানি সরকারের নিয়োগ করা কূটনীতিকদের সঙ্গেই কাজ করে।
রোববার পদত্যাগের ঘোষণা করে এক বিবৃতিতে জাকিয়া বলেছেন, ‘গত এক বছরে, আমি অসংখ্য ব্যক্তিগত আক্রমণ ও মানহানির সম্মুখীন হয়েছি। শুধু আমি নই, আমার পরিবার ও আত্মীয়দের সঙ্গেও এমন করা হয়েছে।’
জাকিয়া এ ঘটনাকে আফগান সমাজে নারীদের চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন।