হোম > বিশ্ব > এশিয়া

নেপালে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৭৭ জনের প্রাণহানি

নেপালে টানা তিন দিনের ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৭৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২২ জন এবং ২৬ জন নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বুধবার ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সীমান্তবর্তী পূর্ব নেপালের পাঁচথর জেলায় ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিবেশী ইলামে ১৩ জন এবং পশ্চিম নেপালের দতিতে ১২ জনের মৃত্যু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা দিল কুমার তামাং বলেন, 'বাকিদের প্রাণহানির ঘটনা ঘটেছে পশ্চিম নেপালে।'

কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ১ হাজার ৭০০ ডলার করে দেওয়া হবে। আহতদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে।

পুলিশের মুখপাত্র বসন্ত কুনওয়ার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, 'আবহাওয়া প্রতিকূলে থাকায় উদ্ধারকারীরা গ্রামে পৌঁছাতে পারছে না। গতকালও টানা বৃষ্টি হয়েছে।'

উল্লেখ্য, প্রতিবছর বর্ষা মৌসুমে নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। সাধারণত দেশটিতে মধ্য জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রাকৃতিক এই দুর্যোগ শুরু হয়। কিন্তু চলতি বছরের অক্টোবর মাসে এসেও দেশটিতে বৈরী আবহাওয়া দেখা যাচ্ছে। আগামী কয়েক দিন বৃষ্টি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে