হোম > বিশ্ব > এশিয়া

নেপালে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৭৭ জনের প্রাণহানি

নেপালে টানা তিন দিনের ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৭৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২২ জন এবং ২৬ জন নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বুধবার ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সীমান্তবর্তী পূর্ব নেপালের পাঁচথর জেলায় ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিবেশী ইলামে ১৩ জন এবং পশ্চিম নেপালের দতিতে ১২ জনের মৃত্যু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা দিল কুমার তামাং বলেন, 'বাকিদের প্রাণহানির ঘটনা ঘটেছে পশ্চিম নেপালে।'

কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ১ হাজার ৭০০ ডলার করে দেওয়া হবে। আহতদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে।

পুলিশের মুখপাত্র বসন্ত কুনওয়ার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, 'আবহাওয়া প্রতিকূলে থাকায় উদ্ধারকারীরা গ্রামে পৌঁছাতে পারছে না। গতকালও টানা বৃষ্টি হয়েছে।'

উল্লেখ্য, প্রতিবছর বর্ষা মৌসুমে নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। সাধারণত দেশটিতে মধ্য জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রাকৃতিক এই দুর্যোগ শুরু হয়। কিন্তু চলতি বছরের অক্টোবর মাসে এসেও দেশটিতে বৈরী আবহাওয়া দেখা যাচ্ছে। আগামী কয়েক দিন বৃষ্টি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক