হোম > বিশ্ব > এশিয়া

তাসখন্দ বিমানবন্দরের কাছে ভয়াবহ বিস্ফোরণ 

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভোরে তাসখন্দ বিমানবন্দরের কাছে এই বিস্ফোরণ ঘটে। এ দুর্ঘটনায় এখনো পর্যন্ত কেউ হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি। রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

তাসখন্দের ইসলাম করিভম আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের একটি গুদামে এই বিস্ফোরণ হয় বলে জানা গেছে। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম হতাহতের কথা নিশ্চিত না করলেও বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে জানিয়েছে, বহু মানুষ হতাহত হয়েছে। তবে রয়টার্স কোনো সংখ্যা দেয়নি। 

বিমানবন্দরের কাছের একটি এলাকা থেকে রাতের আকাশে হঠাৎ ধোঁয়া উড়তে দেখা যায়। সঙ্গে আগুনের লেলিহান শিখাও দৃশ্যমান হয়। স্থানীয় দমকলবাহিনী ও উদ্ধারকারী দল দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায়। গুদামঘরটিতে কীভাবে আগুন লেগেছে, তা জানা না গেলেও আরটির প্রতিবেদনে বলা হয়েছে, বাজ পড়ার কারণেই ওই ভবনে আগুন লাগে এবং সেখান থেকে বিস্ফোরণ হয়। তবে এই খবর সত্য কি না, উজবেকিস্তানের সরকার এখনো তা নিশ্চিত করেনি। 

স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রথমে ঘটনাস্থলের ভেতরে আটকে পড়াদের উদ্ধার করা হবে। তারপর বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হবে। 

যোগাযোগমাধ্যম টেলিগ্রামে নিজস্ব চ্যানেলে শেয়ার করা এক পোস্টে উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিপুলসংখ্যক লোককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পোস্টে জানানো হয়েছে, হাসপাতালে নেওয়াদের মধ্যে ‘গুরুতর আহত’ কেউ নেই। বিস্ফোরণের পরপরই একাধিক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। 

উজবেক স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ও আশপাশের আবাসিক ভবনগুলোতে যারা এ দুর্ঘটনার কারণে আহত হয়েছে, তাদেরও জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

৮০ হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান, জাতিসংঘের নিন্দা

মিয়ানমারে আফিম চাষ বেড়েছে বহুগুণ, সংঘাত ও দারিদ্র্যে চোরাচালানে জড়াচ্ছেন কৃষকেরা

এশিয়ার চার দেশে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

এশিয়াজুড়ে বন্যা–ভূমিধসের তাণ্ডব, মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

প্রথমবারের মতো কাঠমান্ডুতে মৎস্য মেলার আয়োজন করল বাংলাদেশ

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, চার দেশে ৬০০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান

ঘূর্ণিঝড়ে শ্রীলঙ্কায় মৃত বেড়ে ১৫৩, আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা