হোম > বিশ্ব > এশিয়া

স্বীকৃতি দিতে মুসলিম দেশগুলোর প্রতি তালেবানের আহ্বান 

আনুষ্ঠানিকভাবে তালেবানকে স্বীকৃতি দিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন গোষ্ঠীটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লাহ হাসান আখুন্দ। আজ বুধবার কাবুলে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। 

গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসে। এখন পর্যন্ত তালেবান সরকারকে কোনো দেশই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। 
 
সংবাদ সম্মেলনে তালেবানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বলেন, আমি মুসলিম দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের স্বীকৃতি দেওয়ার জন্য।  আশা করি খুব দ্রুত আমরা উন্নয়ন ঘটাতে পারব। 

বিদেশি সহায়তা প্রসঙ্গে মোল্লাহ হাসান আখুন্দ বলেন, আমরা কারও সহায়তা চাই না। আমরা কর্মকর্তাদের কাছ থেকে স্বীকৃতি চাই। 

আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা ফেরানোর জন্য সব শর্ত তালেবান পূরণ করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের জনগণের জন্য এই স্বীকৃতি প্রয়োজন। 

তালেবান ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানজুড়ে তীব্র অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। মার্কিন সমর্থিত সরকারের আমলে বিদেশি সহায়তার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল আফগানিস্তানের অর্থনীতি। আগস্ট থেকে সেই সহায়তা আসা বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক ও মানবিক সংকট কেবলই বেড়েছে।

আফগানিস্তান সম্পর্কিত আরও পড়ুন:

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়