হোম > বিশ্ব > এশিয়া

স্বীকৃতি দিতে মুসলিম দেশগুলোর প্রতি তালেবানের আহ্বান 

আনুষ্ঠানিকভাবে তালেবানকে স্বীকৃতি দিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন গোষ্ঠীটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লাহ হাসান আখুন্দ। আজ বুধবার কাবুলে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। 

গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসে। এখন পর্যন্ত তালেবান সরকারকে কোনো দেশই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। 
 
সংবাদ সম্মেলনে তালেবানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বলেন, আমি মুসলিম দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের স্বীকৃতি দেওয়ার জন্য।  আশা করি খুব দ্রুত আমরা উন্নয়ন ঘটাতে পারব। 

বিদেশি সহায়তা প্রসঙ্গে মোল্লাহ হাসান আখুন্দ বলেন, আমরা কারও সহায়তা চাই না। আমরা কর্মকর্তাদের কাছ থেকে স্বীকৃতি চাই। 

আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা ফেরানোর জন্য সব শর্ত তালেবান পূরণ করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের জনগণের জন্য এই স্বীকৃতি প্রয়োজন। 

তালেবান ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানজুড়ে তীব্র অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। মার্কিন সমর্থিত সরকারের আমলে বিদেশি সহায়তার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল আফগানিস্তানের অর্থনীতি। আগস্ট থেকে সেই সহায়তা আসা বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক ও মানবিক সংকট কেবলই বেড়েছে।

আফগানিস্তান সম্পর্কিত আরও পড়ুন:

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি