হোম > বিশ্ব > এশিয়া

স্বীকৃতি দিতে মুসলিম দেশগুলোর প্রতি তালেবানের আহ্বান 

আনুষ্ঠানিকভাবে তালেবানকে স্বীকৃতি দিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন গোষ্ঠীটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লাহ হাসান আখুন্দ। আজ বুধবার কাবুলে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। 

গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসে। এখন পর্যন্ত তালেবান সরকারকে কোনো দেশই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। 
 
সংবাদ সম্মেলনে তালেবানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বলেন, আমি মুসলিম দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের স্বীকৃতি দেওয়ার জন্য।  আশা করি খুব দ্রুত আমরা উন্নয়ন ঘটাতে পারব। 

বিদেশি সহায়তা প্রসঙ্গে মোল্লাহ হাসান আখুন্দ বলেন, আমরা কারও সহায়তা চাই না। আমরা কর্মকর্তাদের কাছ থেকে স্বীকৃতি চাই। 

আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা ফেরানোর জন্য সব শর্ত তালেবান পূরণ করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের জনগণের জন্য এই স্বীকৃতি প্রয়োজন। 

তালেবান ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানজুড়ে তীব্র অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। মার্কিন সমর্থিত সরকারের আমলে বিদেশি সহায়তার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল আফগানিস্তানের অর্থনীতি। আগস্ট থেকে সেই সহায়তা আসা বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক ও মানবিক সংকট কেবলই বেড়েছে।

আফগানিস্তান সম্পর্কিত আরও পড়ুন:

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন