হোম > বিশ্ব > এশিয়া

ভেজাল মদে লাওসের পর তুরস্কের দুই শহরেই ১০৩ জনের মৃত্যু

ছবি: এএফপি

তুরস্কে ভেজাল মদ পান করে বিষক্রিয়ায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। দেশটির সরকার জানিয়েছে, এ ধরনের মদ পান করে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১০৩ জনের মৃত্যু হয়েছে।

তুর্কি সংবাদমাধ্যম এনটিভির বরাতে রোববার ইনডিপেনডেন্ট জানিয়েছে, দেশটির আঙ্কারা ও ইস্তাম্বুলে সবগুলো মৃত্যুর ঘটনা ঘটেছে। ইস্তাম্বুলে ১৪ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭০ জন এবং আঙ্কারায় ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আঙ্কারার গভর্নর ভাসিপ শাহিন।

এ ছাড়া দুই শহরের হাসপাতালগুলোতে আরও ২৩০ জন ভর্তি রয়েছেন, যাদের মধ্যে ৪০ জনের অবস্থা আশঙ্কাজনক।

তুরস্কে গত কয়েক বছরে অ্যালকোহলের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বাধীন ইসলামি মূল্যবোধসম্পন্ন একেপি সরকারের ধারাবাহিক উচ্চ করের ফলে মদের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে।

উচ্চমূল্যের কারণেই অনেক মানুষ, এমনকি কিছু দোকান, রেস্তোরাঁ ও বার অবৈধ মদ বা ঘরে তৈরি অ্যালকোহলের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। এতে বিষক্রিয়ার ঘটনাও বাড়ছে।

চলতি বছরের ৩ জানুয়ারি তুরস্ক সরকার ২০২৫ সালের জন্য অ্যালকোহল ও তামাকজাত পণ্যের ওপর নতুন করে কর বৃদ্ধি করেছে।

এদিকে সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ-পূর্ব এশিয়ার লাওসে বিষাক্ত মদ পান করে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ডেনমার্কের নাগরিক সহ ছয়জনের মৃত্যু হয়।

ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ঘরোয়াভাবে তৈরি মদ বেশ জনপ্রিয়। কিন্তু ভুলভাবে তৈরি হলে এতে মিথানলের মাত্রা বেশি থাকতে পারে। আবার কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে ইথানলের পরিবর্তে সস্তায় মিথানল ব্যবহার করে ভেজাল মদ তৈরি করেন, যা প্রাণঘাতী হতে পারে।

তুরস্ক ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে বেড়াতে যাওয়া মানুষদের মদ কেনার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। নামী ব্র্যান্ডের নামে বিক্রি হওয়া মদ আসল কিনা, তা যাচাই করতে বলা হয়েছে।

সরকারি সংস্থাগুলো বলছে, অপরিচিত স্থান থেকে বা সন্দেহজনকভাবে কম দামে মদ না কেনাই নিরাপদ।

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া