হোম > বিশ্ব > এশিয়া

ইরাক নির্বাচনে প্রাথমিক ফলাফলে জয়ী ‘সদরিস্ট মুভমেন্ট’, ফল প্রত্যাখ্যান বিরোধীদের

ইরাকের সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফলে জয় পেয়েছে শিয়া সম্প্রদায়ের নেতা মোক্তাদা আল-সদরের দল 'সদরিস্ট মুভমেন্ট'। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বাগদাদ ভিত্তিক ইরানপন্থী টিভি চ্যানেল আল আহাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরাকের অন্যতম প্রভাবশালী নেতা ইরানপন্থী হাদি আল-আমিরি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন। নির্বাচনের এই ফলকে তিনি 'বানোয়াট' বলে উল্লেখ করেছেন। 

আজ মঙ্গলবার টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় হাদি আল-আমিরি বলেছেন, 'ফলাফল যাই হোক আমরা এই বানোয়াট ফল মানি না।' 

এক যৌথ বিবৃতিতে ফাতাহ জোটসহ আরও বেশ কয়েকটি দলের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা এই ফলাফলের বিরুদ্ধে আপিল করব। আমরা তাঁদের প্রত্যাখ্যান করছি। 

বিবৃতিতে ইরাকের সাবেক প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির দলও সাক্ষর করেছে। বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনে কারচুপি প্রতিরোধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা সকল ব্যবস্থাই নেব। 

নির্বাচনের কমিশন জানিয়েছে, গত রোববারের নির্বাচনে ভোট পড়েছে ৪১ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে রাজধানী বাগদাদে। সেখানে ভোট পড়েছে ৩১ থেকে ৩৪ শতাংশের মতো ভোট পড়েছে। মোট ৩২৯টি আসনের মধ্যে মোক্তাদা আল-সদরের দল ৭৩টি আসনে জয় পেয়েছে। 

প্রাথমিক ফলাফলে জানা গেছে, ২০১৯ সালের গণবিক্ষোভে নেতৃত্ব দেওয়া কিছু প্রার্থীও নির্বাচনে জয় পেয়েছেন। তবে যাদের বিরুদ্ধে ওই গণবিক্ষোভের সময় প্রায় ৬০০ জনকে হত্যার অভিযোগ, সেই মিলিশিয়া গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পৃক্ত ইরান-সমর্থিত দলগুলো এবারের নির্বাচনে আগের চেয়ে কম আসন পেয়েছে। 

উল্লেখ্য, ২০০৩ সালে সুন্নি মুসলিম প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সরকারের পতনের পর থেকে শিয়ারাই দেশটিতে নেতৃত্ব দিচ্ছে।   

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক