হোম > বিশ্ব > এশিয়া

গুরুতর ৮ অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তুলে নিচ্ছে ভিয়েতনাম

আজকের পত্রিকা ডেস্ক­

আট ধরনের অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাতিল করতে যাচ্ছে ভিয়েতনাম সরকার। ছবি: সংগৃহীত

ভিয়েতনাম গুরুতর আট ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে—দুর্নীতি, সরকার উৎখাতের চেষ্টা এবং রাষ্ট্রীয় অবকাঠামো ধ্বংসের মতো অপরাধ। রাষ্ট্র নিয়ন্ত্রিত ভিয়েতনাম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। আজ বুধবার দেশটির জাতীয় সংসদ সর্বসম্মতভাবে ফৌজদারি আইনের সংশোধনী পাস করেছে, যেখানে আটটি অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম ভিয়েতনাম নিউজ এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে, আগামী মাস থেকে ঘুষ, দুর্নীতি, ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রি, অবৈধভাবে মাদক পরিবহন, গুপ্তচরবৃত্তি, শান্তি বিনষ্ট ও আগ্রাসী যুদ্ধ বাধানোর অপরাধ, রাষ্ট্রীয় অবকাঠামোতে নাশকতা এবং সরকার উৎখাতের চেষ্টার জন্য আর মৃত্যুদণ্ড দেওয়া হবে না। এসব অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হবে আজীবন কারাদণ্ড।

যেসব আসামি ১ জুলাইয়ের আগে এসব অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন কিন্তু এখনো দণ্ড কার্যকর হয়নি, তাদের সাজাও কমিয়ে আজীবন কারাদণ্ডে রূপান্তর করা হবে। তবে হত্যা, রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবাদ এবং শিশু যৌন নির্যাতনের মতো ১০ ধরনের অপরাধের ক্ষেত্রে ভিয়েতনামের আইনে এখনো মৃত্যুদণ্ড বহাল থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত মাসে ভিয়েতনামের পার্লামেন্টের আলোচনায় নতুন সংশোধিত ফৌজদারি আইন নিয়ে ব্যাপক বিতর্ক হয়। বিশেষ করে মাদক পাচারের ক্ষেত্রে মৃত্যুদণ্ড তুলে নেওয়ার বিষয়টি ছিল সবচেয়ে বিতর্কিত। এক এমপি বলেন, ‘অল্প কয়েক গ্রাম হোক বা কয়েক টন হোক, মাদক পরিবহনের ক্ষতি অপরিসীম।’ অন্য একজন বলেন, ‘মাদক পাচারের মতো অপরাধে মৃত্যুদণ্ড তুলে দিলে ভুল বার্তা যাবে, কারণ দেশে মাদক-সম্পর্কিত অপরাধ ক্রমশ বাড়ছে।’

ভিয়েতনামে মৃত্যুদণ্ড সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য রাষ্ট্রীয় গোপনীয়তার আওতায়, তাই বর্তমানে কতজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি আছে, তা জানা যায় না। উল্লেখ্য, ২০১১ সালে ভিয়েতনামে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রথা বাতিল করা হয়। বর্তমানে ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি