আফগানিস্তানের নারীদের মুখ ঢেকে বাইরে যাওয়ার নির্দেশনা দিয়ে ডিক্রি জারি করেছে তালেবান সরকার। আজ শনিবার এ আদেশ জারি করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের সর্বোচ্চ নেতা ও তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা কাবুলে সংবাদ সম্মেলেন দেশটির নারীদের ঘরের বাইরে পুরো শরীর ঢাকা বোরকা পরার নির্দেশ দিয়েছেন। এটি না মানলে নারীদের বাবা অথবা ঘনিষ্ঠ আত্মীয়দের কারাদণ্ড দেওয়া হবে অথবা সরকারি চাকরি থেকে বের করে দেওয়া হবে।
তালেবান প্রধানের ওই আদেশে উল্লেখ করা হয়েছে, নারীদের যদি বাইরে কাজ না থাকে, তাঁদের বাড়িতে অবস্থান করাই ভালো।
১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান সরকারের কট্টরপন্থী শাসনের প্রতীক হয়ে উঠেছিল নীল রঙের বোরকা। আফগানিস্তানের বেশির ভাগ নারী ধর্মীয় কারণে মাথায় স্কার্ফ পরেন। তবে কাবুলের মতো শহরাঞ্চলে অনেকেই তাঁদের মুখ ঢেকে রাখেন না।