হোম > বিশ্ব > এশিয়া

যেসব উপহার বিনিময় করলেন কিম-পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৪ বছর পর উত্তর কোরিয়া সফর করেছেন। গত মঙ্গলবার (১৮ জুন) মধ্যরাতে তিনি পিয়ংইয়ংয়ে পৌঁছান। বিমানবন্দরে রাজকীয় উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন তিনি। 

এই রাষ্ট্রীয় সফরে মিত্র দেশ উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের জন্য উপহার নিতে ভোলেননি রুশ প্রেসিডেন্ট। কিমকে রাশিয়ার তৈরি বিলাসবহুল অরাস লিমোজিন গাড়ি, চা কাপ সেট উপহার দিয়েছেন তিনি। 

দুই নেতাকে গাড়িতে বসে ছবিও তুলতে দেখা গেছে। এর আগে গত ফেব্রুয়ারিতেও কিমকে একটি অরাস লিমোজিন গাড়ি উপহার দিয়েছিলেন পুতিন। 

কিম জং-উন গাড়িপ্রিয় বলে ধারণা করা হয়। তার সংগ্রহে আছে বিদেশি বিলাসবহুল অনেক গাড়ি। তবে এবার তিনি কোন মডেলের অরাস গাড়ি পেয়েছেন তা পরিষ্কার জানা যায়নি। 

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ভাল বেশকিছু উপহার দিয়েছেন পুতিনকেও। তার মধ্যে আছে এক জোড়া পুংসান কুকুর। এটি উত্তর কোরিয়ার সাদা পশমের বিশেষ শিকারী কুকুর। আরও রয়েছে প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে বানানো শিল্পকর্ম প্রতিকৃতি, ও ছবি। 

দুই দেশের নেতার সখ্যতার এই বহিঃপ্রকাশ এমন সময়ে ঘটছে যখন উত্তর কোরিয়া এবং রাশিয়া উভয়ই আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

সম্প্রতি কয়েক বছরে দুই দেশের মধ্যে সম্পর্কে ঘনিষ্ঠতা বেড়েছে। বিশেষ করে ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পুরোদস্তুর যুদ্ধ শুরু করার পর।

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী