হোম > বিশ্ব > এশিয়া

ব্রিকসে যোগ দিতে আরও ৪০ দেশ লাইনে আছে: দক্ষিণ আফ্রিকা

রাজনৈতিক প্রভাব সম্প্রসারিত করতে আরও ৪০টির বেশি উন্নয়নশীল দেশ ব্রিকস ব্লকে যোগদানের আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার এশিয়া ও মধ্যপ্রাচ্যবিষয়ক রাষ্ট্রদূত অনিল সুকলল। এসব দেশের মধ্যে ইরান, আর্জেন্টিনা, বাংলাদেশ ও সৌদি আরব রয়েছে বলে জানিয়েছেন তিনি।

ব্রিকস এমন কতগুলো দেশের সংগঠন হতে যাচ্ছে, যারা নিজেদের পশ্চিমা অর্থনৈতিক আধিপত্যের প্রতিকূল হিসেবে দেখে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নামের প্রথম অক্ষরগুলো নিয়ে এই ব্লকের নাম ‘ব্রিকস’ হয়েছে।

ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন ২০০৯ সালে ব্রিকস গঠন করে এবং পরের বছর দক্ষিণ আফ্রিকা যোগ দেয়। দক্ষিণ আফ্রিকা ২০১৮ সালে ব্লকটিকে আরও সম্প্রসারণের প্রস্তাব করেছিল এবং ২০২২ সালে এ বিষয়ে আন্তরিক আলোচনার সূত্রপাত হয়।

বৃহস্পতিবার জোহানেসবার্গে সাংবাদিকদের অনিল সুকলল বলেন, ‘দরজায় ধাক্কা দেওয়া নতুন কিছু নয়। ২২টি দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সঙ্গে যোগাযোগ করেছে। অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছে আরও সমানসংখ্যক দেশ।’

তিনি আরও বলেন, দক্ষিণের দেশ আর্জেন্টিনা ছাড়াও আগ্রহ দেখানো দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, আরব আমিরাত, ইরান, সৌদি আরব। এগুলো অনেক ওজনদার দেশ।’

তিনি জানান, ব্রিকসের সম্প্রসারণকে চীন ও দক্ষিণ আফ্রিকা সমর্থন করে। তবে ব্রাজিল ও ভারত উদ্বিগ্ন এই ভেবে যে, এতে তাদের নিজস্ব প্রভাব হ্রাস পাবে। এ ক্ষেত্রে সদস্য করার বদলে অন্য দেশগুলোকে পর্যবেক্ষক দেশের মর্যাদা দেওয়ার পক্ষপাতি তারা।

উল্লেখ্য, আগামী মাসে (২২ থেকে ২৪ আগস্ট) চলতি বছরের ব্রিকস সম্মেলন আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যে সম্মেলনে যোগ দিতে ৬৯ জন বিশ্বনেতাকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি।

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি