হোম > বিশ্ব > এশিয়া

মাঝ আকাশে ফ্লাইটে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

মাঝ আকাশে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বোয়িং-৭৭৭ ফ্লাইটে মারামারিতে জড়িয়েছিলেন দুই যাত্রী। তাঁদের মারামারির একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

শেয়ার হওয়া ওই ভিডিওতে দেখা যায়, খালি গায়ের এক যুবক সিটে বসে থাকা আরেক যাত্রীর দিকে তেড়ে যাচ্ছেন। এ সময় বসে থাকা ওই যাত্রীর সঙ্গে তিনি মারামারিতে জড়ান। বসে থাকা যাত্রীও তাঁকে চড়-থাপ্পড় মারেন। এ সময় অন্য আরেক ব্যক্তি এসে তাঁদের মারামারি থামান। তবে ভিডিওতে বসে থাকা ওই যাত্রীর চেহারা দেখা যায়নি। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ফ্লাইটটি কোথায় যাচ্ছিল সেটি জানা যায়নি এবং মারামারির কারণ সম্পর্কেও জানা যায়নি। টুইটারে বিতাঙ্কো বিশ্বাস নামের অন্য এক যাত্রী ভিডিওটি শেয়ার করেন। 

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এ নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। 

একজন লেখেন, ‘দক্ষিণ এশিয়াজুড়ে এটি একটি বড় সমস্যা। নিম্ন শ্রেণির লোকদের বিদেশে চাকরি দেওয়া হয়, কিন্তু সভ্যতার কোনো শিক্ষা তাঁদের মধ্যে নেই। আমি নিশ্চিত এসব ঘটনা ঘটতে থাকবে। তাঁদের কঠোর শাস্তি হওয়া উচিত।’ 

আরেকজন লেখেন, ‘আজকাল ফ্লাইটেও কোনো মান নেই। এয়ার হোস্টেস ও সহযাত্রীর সঙ্গে শিক্ষিত বা অশিক্ষিত সবাই অভদ্র আচরণ করছে। এটি বিমান ও যাত্রীদের জন্য সুখকর নয়।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে