হোম > বিশ্ব > এশিয়া

গর্ভে থাকতেই চলে বুকিং, ইন্দোনেশিয়ায় শিশু বেচাকেনার চক্র

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

ইন্দোনেশিয়ার পুলিশ একটি আন্তর্জাতিক শিশু পাচার চক্রের সন্ধান পেয়েছে, যারা ২০২৩ সাল থেকে কমপক্ষে ২৫টি নবজাতককে সিঙ্গাপুরে বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে।

এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে চলতি সপ্তাহে ইন্দোনেশিয়ার পন্তিয়ানাক ও টাঙ্গেরাং শহর থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে পাচারের আগমুহূর্তে উদ্ধার করা হয়েছে ছয়টি শিশুকে—যাদের বয়স এক বছরের কাছাকাছি।

পশ্চিম জাভা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিচালক সুরাওয়ান বিবিসি নিউজ ইন্দোনেশিয়াকে বলেন, ‘শিশুগুলোকে প্রথমে পন্তিয়ানাকে রাখা হতো। তাদের অভিবাসনসংক্রান্ত কাগজপত্র প্রস্তুত করার পর সিঙ্গাপুরে পাঠানো হতো।’

এ বিষয়ে মন্তব্য জানতে সিঙ্গাপুর পুলিশ ও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বিবিসি নিউজ, তবে কোনো সাড়া পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়ার পুলিশ বলছে, আন্তর্জাতিক শিশু পাচার চক্রটি মূলত এমন বাবা-মা বা গর্ভবতী নারীদের নিশানা করত, যাঁরা সন্তান লালন পালন করতে অনিচ্ছুক। তাঁদের সঙ্গে ফেসবুকে যোগাযোগ শুরু করে পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ চালিয়ে যেত চক্রটি।

পুলিশ কর্মকর্তা সুরাওয়ান বলেন, ‘কিছু শিশু মাতৃগর্ভে থাকার সময়ই বুকিং হয়ে যেত। তাদের জন্মের পর প্রসব খরচ দেওয়া হতো। এরপর ‘‘ক্ষতিপূরণ’’ বাবদ কিছু টাকা দিয়ে শিশুগুলোকে নিয়ে নেওয়া হতো।’

পুলিশের ভাষ্য, চক্রের সদস্যরা পাচারের জন্য শিশুদের খুঁজে বের করতেন, তাদের দেখভাল করতেন, আশ্রয় দিতেন, ভুয়া নথি যেমন—পরিবার কার্ড ও পাসপোর্ট প্রস্তুত করতেন।

মায়েদের কাছ থেকে শিশুদের নেওয়ার পর তাদের প্রথমে দু-তিন মাস পর্যন্ত পরিচর্যাকারীদের জিম্মায় রাখা হতো। এরপর তাদের জাকার্তা ও পরে পন্তিয়ানাকে পাঠানো হতো। সেখানে জন্মনিবন্ধন, পাসপোর্টসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা হতো।

প্রতিটি শিশুকে ১ কোটি ১০ লাখ থেকে ১ কোটি ৬০ লাখ ইন্দোনেশিয়ান রুপিয়া অর্থাৎ প্রায় ৬৭৩ মার্কিন ডলারে বিক্রি করা হতো বলে জানিয়েছে পুলিশ।

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের