হোম > বিশ্ব > এশিয়া

কাবুল বিমানবন্দরে ফিরেছে আফগান পুলিশ 

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে ফিরেছেন দেশটির পুলিশ বাহিনীর সদস্যরা। গত রোববার কর্মকর্তারা এমনটি জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের সরকার উৎখাত হওয়ার পর থেকে পুলিশ সদস্যরা তাঁদের দায়িত্ব থেকে সরে যান।

দুজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, গত শনিবার তাঁরা কাজে ফিরেছেন। তালেবান কমান্ডাররাই তাঁদের ফোন দিয়েছেন।

গত রোববার কাবুল বিমানবন্দরের পরিস্থিতি সরেজমিনে দেখতে যান এএফপির একজন প্রতিবেদক। তিনি সেখানে অভ্যন্তরীণ টার্মিনালসহ বিমানবন্দরের বাইরের বেশ কয়েকটি প্রধান প্রধান ভবনের পাশে চেক পয়েন্টে পুলিশ সদস্যদের টহল দিতে দেখতে পান।

নাম প্রকাশ না করার শর্তে আফগান পুলিশের একজন সদস্য বলেন, `আমি দুই সপ্তাহ পরে কাজে ফিরেছি। আমাকে তালেবান কমান্ডাররা ফোন দিয়ে কাজে ফিরতে বলেছেন।'

আরেক পুলিশ কর্মকর্তা বলেন, `একজন সিনিয়র তালেবান কমান্ডারের কাছ থেকে কাজে যোগ দেওয়ার আহ্বান পেয়ে আমি এখানে এসেছি। গতকাল খুব ভালো দিন ছিল। মানুষকে আবারও সেবা করার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক বাহিনী গত ৩০ আগস্ট পর্যন্ত কাবুল থেকে দুই সপ্তাহের অভিযানে ১ লাখ ২০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়। বিশৃঙ্খলপূর্ণভাবে লোকজনকে সরিয়ে নেওয়ার পর কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর ধ্বংসস্তূপে পরিণত হয়, বন্ধ হয়ে যায় সব ধরনের বিমানের চলাচল। সাবেক আফগান সরকারের পক্ষ হয়ে যাঁরা কাজ করেছেন, তাঁদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান।

সম্প্রতি কাতার এয়ারওয়েজ চলতি সপ্তাহে কাবুল থেকে চার্টার ফ্লাইট পরিচালনা করেছে, যার মধ্যে ২৫০ জন বিদেশি নাগরিক ছিল। গত সপ্তাহে আফগানিস্তানে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছে।

এএফপি জানিয়েছে, সোমবার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান কাবুলে পৌঁছানোর পর সেখান থেকে যাত্রী নিয়ে ইসলামাবাদে ফিরে গেছে। খুব শিগগিরই পাকিস্তান ইসলামাবাদ থেকে কাবুলের ফ্লাইট চালু করবে বলে জানা গেছে।

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি