হোম > বিশ্ব > এশিয়া

কাবুলে মসজিদের বাইরে বিস্ফোরণ, নিহত ৫

আফগানিস্তানের রাজধানী কাবুলের ঈদগাহ মসজিদের বাইরে বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের মায়ের জন্য আয়োজিত শোক অনুষ্ঠানে চালানো এ হামলায় আহত হয়েছে চারজন। 

ইতালির অর্থায়নে পরিচালিত একটি হাসপাতাল টুইট বার্তায় জানিয়েছে, বিস্ফোরণে আহত চারজন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। 

তালেবানের মুখপাত্র বিলাল কারিমি বার্তা সংস্থা এপিকে বলেছেন, হামলায় তালেবান যোদ্ধাদের কোনো ক্ষতি হয়নি। হামলায় নিহতরা মসজিদের গেটের বাইরে ছিলেন। তাঁরা বেসামরিক নাগরিক। এই ঘটনায় তিনজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। 

রোববারের এই হামলার ব্যাপারে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। 

উল্লেখ্য, এর আগে গত ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরে হামলা চালিয়েছিল আইএসের শাখা সংগঠন আইএস-কে। ওই হামলায় ১৬৯ জন আফগান ও ১৩ জন মার্কিন নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছিল।

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি