হোম > বিশ্ব > এশিয়া

কাবুলে মসজিদের বাইরে বিস্ফোরণ, নিহত ৫

আফগানিস্তানের রাজধানী কাবুলের ঈদগাহ মসজিদের বাইরে বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের মায়ের জন্য আয়োজিত শোক অনুষ্ঠানে চালানো এ হামলায় আহত হয়েছে চারজন। 

ইতালির অর্থায়নে পরিচালিত একটি হাসপাতাল টুইট বার্তায় জানিয়েছে, বিস্ফোরণে আহত চারজন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। 

তালেবানের মুখপাত্র বিলাল কারিমি বার্তা সংস্থা এপিকে বলেছেন, হামলায় তালেবান যোদ্ধাদের কোনো ক্ষতি হয়নি। হামলায় নিহতরা মসজিদের গেটের বাইরে ছিলেন। তাঁরা বেসামরিক নাগরিক। এই ঘটনায় তিনজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। 

রোববারের এই হামলার ব্যাপারে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। 

উল্লেখ্য, এর আগে গত ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরে হামলা চালিয়েছিল আইএসের শাখা সংগঠন আইএস-কে। ওই হামলায় ১৬৯ জন আফগান ও ১৩ জন মার্কিন নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছিল।

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়