হোম > বিশ্ব > এশিয়া

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪৪ 

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০০ জন। বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলেছে, আজ সোমবার এ ভূমিকম্প হয়েছে।

পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরের স্থানীয় প্রশাসনের মুখপাত্র অ্যাডাম বলেছেন, ‘এখানে বহু মানুষ নিহত হয়েছেন। হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।’ 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ তথ্য অনুযায়ী এ ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। সিয়াঞ্জুর থেকে ১০০ কিলোমিটার দূরের রাজধানী শহর জাকার্তাতেও কম্পন অনুভূত হয়েছে। সেখানে উঁচু ভবনগুলো থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ১ মিনিট কম্পন স্থায়ী হয়েছিল। এই সময়ের মধ্যেই অনেক অফিস ও আবাসিক ভবন থেকে অনেক মানুষ বেরিয়ে আসেন। কর্মকর্তারা বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এবং ‘আফটার শক’ হওয়ার আশঙ্কা প্রবল। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অনেক ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। 

সিয়াঞ্জুর হাসপাতালের কর্মকর্তা হারমান সুহারম্যান স্থানীয় মেট্রো টিভিকে বলেছেন, ‘হাসপাতালে অন্তত ৩০০ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেশির ভাগ মানুষ ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন। তাদের হাড়গোড় ভেঙে গেছে। উদ্ধারকর্মীরা এখনো কাজ করছেন। আটকে পড়াদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।’ 

এদিকে মায়াদিতা ওয়ালুয়ো নামের একজন আইনজীবী জাকার্তায় এএফপিকে বলেছেন, ‘আমি অফিসে কাজ করছিলাম। হঠাৎ বুঝতে পারি, আমার পায়ের তলে মেঝে কাঁপছে। কিছুক্ষণের মধ্যে কম্পন তীব্র হয়। কিছু সময় কম্পন স্থায়ী ছিলি।’ 

আহমেদ রিদওয়ান নামের একজন অফিসকর্মী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা যারা জাকার্তায় থাকি, তারা এসব ভূমিকম্পে অভ্যস্ত। কিন্তু কিছু মানুষ ভীষণ নার্ভাস হয়ে পড়েছিল। তাদের দেখে আমরাও আতঙ্কিত হয়ে পড়েছিলাম।’ 

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে বলেছে, এর আগে গত ফেব্রুয়ারিতে পশ্চিম সুমাত্রা প্রদেশে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে ২৫ জন নিহত ও ৪৬০ জন আহত হয়েছিলেন। ২০২১ সালের জানুয়ারিতে পশ্চিম সুলাওয়েসি প্রদেশেও ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে শতাধিক নিহত হয়েছিলেন এবং ৬ হাজার ৫০০ জন আহত হয়েছিলেন। 

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের