হোম > বিশ্ব > এশিয়া

উ. কোরিয়ায় ১১ দিন হাসি, কেনাকাটা ও মদ্যপান নিষিদ্ধ

উত্তর কোরিয়া দেশটির সাবেক প্রেসিডেন্ট কিম জং ইলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১১ দিনের জন্য দেশজুড়ে হাসি, কেনাকাটা ও মদ্যপান নিষিদ্ধ করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবরে এমনটি বলা হয়েছে। 

এপির প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া দেশটির সাবেক প্রেসিডেন্ট কিম জং ইল ১৯৯৪ থেকে ২০১১ পর্যন্ত উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ছিলেন। ওই বছরই ১৭ ডিসেম্বর তিনি ৬৯ বছর বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান। পরে উত্তর কোরিয়ার ক্ষমতায় আসেন তাঁর ছেলে কিম জং উন। বাবার মৃত্যুর পর থেকে প্রতিবছর তাঁর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান কিম জং উন। 

এ বছর উত্তর কোরিয়ার প্রাক্তন প্রশাসক কিম জং-ইলের দশম মৃত্যুবার্ষিকী হওয়ায় শোক পালন চলবে ১১ দিন। সাধারণত, প্রতি বছর ১০ দিনের শোক পালন করা হয়। 

এপির প্রতিবেদনে বলা হয়, কিম জং ইলের দশম মৃত্যুবার্ষিকীতে ১১ দিনের জন্য দেশজুড়ে হাসি নিষিদ্ধ করছে কিম জং উন প্রশাসন। এছাড়া বাজার করা, মদ খাওয়াও নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সব ধরনের বিনোদনমূলক কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার থেকে উত্তর কোরিয়ায় কিম প্রশাসনের এই নিয়ম কার্যকর হয়েছে। কেউ এই নিয়ম অমান্য করলে তাঁকে গ্রেপ্তার করা হবে বলে উত্তর কোরিয়ার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। 

উত্তর কোরিয়ার এক নাগরিকের বরাত দিয়ে রেডিও ফ্রি এশিয়া বলেছে, শোক পালনের দিনগুলোতে আত্মীয় মারা গেলে চিৎকার করে কান্না করা যাবে না পাশাপাশি সৎকারও করা যাবে না। সেই সঙ্গে এই সময় কারও জন্মদিন হলে তাও উদ্‌যাপন করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। 

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি

বন্ডাই বিচে আহত এই ব্যক্তি ইসরায়েলে হামাসের হামলার মুখেও পড়েছিলেন

বন্ডাই বিচে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন, কে এই পথচারী

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে