হোম > বিশ্ব > এশিয়া

‘জলবায়ু জরুরি অবস্থা’ ঘোষণা করল ভানুয়াতু

‘জলবায়ু জরুরি অবস্থা’ ঘোষণা করেছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু। দেশটির পার্লামেন্ট শনিবার জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতির সম্মুখীন থাকায় এই জরুরি অবস্থা জারি করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 
 
ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলায় দেশটির পার্লামেন্টে কথা বলার সময় দেশটির প্রধানমন্ত্রী বব লুম্যান বিগত এক দশকে ওই অঞ্চলে হয়ে যাওয়া ভয়াবহ ক্রান্তীয় ঘূর্ণিঝড় ও দুর্ভিক্ষ সৃষ্টিকারী খরার কথা উল্লেখ করে বলেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় প্রশান্ত মহাসাগর এরই মধ্যে মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে। 

এ সময়, লুম্যান জলবায়ু জরুরি অবস্থা বলতে—সাধারণ সময়ের চেয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অনেক বেশি দ্রুত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে বুঝিয়েছেন। 

বব লুম্যান তাঁর দেশে বৈশ্বিক উষ্ণায়নের নেতিবাচক প্রভাবগুলো কমাতে ১২০ কোটি ডলার ব্যয় করতে হবে বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘পৃথিবী এরই মধ্যে খুবই উষ্ণ এবং অনিরাপদ হয়ে উঠেছে। আমরা ভবিষ্যতে নয় এখনই ভয়াবহ বিপদের মধ্যে রয়েছি।’ 

বব লুম্যান আরও বলেন, ‘ভানুয়াতুর দায়িত্ব হলো বিশ্বের দায়িত্বশীল দেশগুলোকে এই সংকট মোকাবিলার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চাপ দেওয়া।’ 

দেশটির পার্লামেন্টে এই জরুরি অবস্থা ঘোষণার বিষয়টি গত শুক্রবার সর্বসম্মতি ক্রমে পাস হয়। দেশটিও জলবায়ু জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে যুক্তরাজ্য, কানাডা এবং প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজির মতো একই পদক্ষেপ গ্রহণ করেছে। 

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি