হোম > বিশ্ব > এশিয়া

আকাশপথ বন্ধ, সীমান্তের দিকে ছুটছে আফগানরা

আফগানিস্তান থেকে সাধারণ মানুষ সরিয়ে নেওয়ার শেষ বিমানটিও উড়ে গেছে গত রোববার। আর বাক্সপেটরা গুছিয়ে গত মঙ্গলবারের মধ্যেই আফগানিস্তান ছেড়ে গেছে মার্কিন সেনারা। কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর এখন কার্যত তালেবানের দখলে। কোনো যাত্রীর চাপ নেই। নেই যাত্রীবাহী বিমানের উড়ান। তাই দেশ ছাড়তে চাওয়া অসংখ্য আফগান এখন রওনা হয়েছেন সীমান্তের দিকে। যে কোনো মূল্যে তারা পাকিস্তান কিংবা ইরানে ঢুকতে চান।

গতকাল বুধবার পাক-আফগান সীমান্তবর্তী তোখরামে পাকিস্তানের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘আফগানিস্তান অংশে বিপুলসংখ্যক মানুষ এখন গেট খুলে দেওয়ার অপেক্ষায় আছেন।’

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কয়েক হাজার মানুষ জড়ো হয়েছেন ইরান সীমান্তেও। ইরানে প্রবেশ করা এক আফগান জানিয়েছেন, দেশটির নিরাপত্তাকর্মীদের মাঝখানে নিজেকে খুব নিরাপদ মনে করছেন। অন্তত আফগানিস্তানের চেয়ে এখন তিনি বেশি নিরাপদ।

তালেবানরা কাবুল দখল করে নেওয়ার পর ১৩ দিনের দৌড়ঝাঁপে ১ লাখ ২৩ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে আফগানিস্তান থেকে। কিন্তু তারপরও দেশটিতে আরও কয়েক লাখ মানুষ রয়ে গেছেন, যারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এদিকে সীমান্ত বন্ধ করে রেখেছে উজবেকিস্তান। দেশটি প্রতিশ্রুতি দিয়েছে, কাবুলের বিমানবন্দর আবার স্বাভাবিক হলে আকাশপথে তারা উল্লেখযোগ্য সংখ্যক আফগানকে জার্মানি পৌঁছে দেবেন। জার্মান কর্তৃপক্ষও বলছে, নিরাপত্তাহীনতায় আছে এমন ১০ থেকে ৪০ হাজার আফগানকে তারা আশ্রয় দিতে প্রস্তুত। এদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন দেশ ছাড়তে চাওয়া মানুষদের কোনো বাধা না দেয়।

অতীতের তুলনায় কিছুটা বদলে যাওয়ার আভাস দিয়েছে তালবান বাহিনীও। তবে এক আফগান তরুণী অভিযোগ করেছেন, গত মঙ্গলবার রাজধানী কাবুলে একটি ব্যাংকের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা মানুষদের মধ্যে এক নারীকে বেদম প্রহার করেছে তালেবান সেনারা। ঘটনাটি নিজের চোখের সামনেই ঘটতে দেখেছেন ২২ বছর বয়সী সেই তরুণী। নিজের নাম প্রকাশ না করে তিনি বলেন, ‘জীবনে প্রথমবারের মতো আমি এ ধরনের ঘটনা দেখতে পেলাম। তাই খুব ভয় পেয়ে গেছি।’ হাতে অর্থ না থাকায় রাজধানীর ব্যাংকগুলোর সামনে গত কয়েক দিন ধরেই ভিড় করছেন অসংখ্য আফগান। গতকালও এই চিত্র দেখা গেছে।

এদিকে, আফগানিস্তান পুরোপুরি দখলে নিলেও এখনো কোনো সরকার গঠন করতে পারেনি তালেবানরা। যদিও ২৫ বছর আগে তাঁরা যখন প্রথমবারের মতো রাজধানী কাবুল দখল করে, তার কয়েক ঘণ্টার মধ্যেই দেশ পরিচালনার জন্য একটি নেতৃত্ব পরিষদ গঠন করেছিল।

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের