হোম > বিশ্ব > এশিয়া

ভারতের সেনাদের সঙ্গে প্রশিক্ষণ নেওয়া সেই ব্যক্তি এখন তালেবান নেতা

কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে ভারতের আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর গোষ্ঠীটির সঙ্গে ভারতের এটাই প্রথম সংলাপ। এই বৈঠকে তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাইয়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় রাষ্ট্রদূত দ্বীপক মিত্তাল।

জানা গেছে, তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই ১৯৭৯ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত ভারতের সেনাদের সঙ্গে প্রশিক্ষণ নিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ১৯৭৯ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত নওগাঁওতে অবস্থিত আর্মি ক্যাডেট কলেজে তিন বছর সেনা সদস্য হিসেবে প্রশিক্ষণ নিয়েছে এবং পরে দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে সেনা কর্মকর্তার প্রশিক্ষণও নিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, তালেবান নেতা স্তানিকজাই ইংরেজি ভাষায় পারদর্শী। তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগান শাসনামলে উপ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

১৯৯৬ সালে স্তানিকজাই যুক্তরাষ্ট্র সফরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সরকারের সঙ্গে বৈঠকে বসেন। তবে ওই সময় মার্কিন সরকারের সঙ্গে সমঝোতায় আসতে পারেনি তালেবান। চীনের সঙ্গে তালেবানের যে বৈঠক হয়েছে সেখানেও নেতৃত্ব দিয়েছেন স্তানিকজাই।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতবিরোধী জঙ্গিরা আফগানিস্তানের মাটি ব্যবহার করে ভারতের স্বার্থে আঘাত করতে পারার আশঙ্কার কথা তালেবান নেতৃত্বের কাছে জানিয়েছেন কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত দ্বীপক মিত্তাল। এ ছাড়া উভয় পক্ষ আফগানিস্তানে অবস্থানরত ভারতীয়দের সুরক্ষার ব্যাপারেও আলোচনা করেছেন।

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি