হোম > বিশ্ব > এশিয়া

কিরগিজস্তান-তাজিকিস্তানের সীমান্তে সংঘর্ষে ২৪ জনের মৃত্যু, আহত ৮৭ 

মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান এবং তাজিকিস্তানের সীমান্তে সংঘর্ষে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮৭ জন। সংঘর্ষ শুরুর পরপরই উভয় দেশই সীমান্তের আশপাশ থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে। এরই মধ্যে কিরগিজস্তান বাতকেন অঞ্চলের সীমান্তে জরুরি অবস্থা জারি করেছে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কিরগিজস্তানের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এখন পর্যন্ত স্থানীয় সময় আজ শনিবার সকাল বাতকেন অঞ্চলের সীমান্ত থেকে মৃত ২৪ জনের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই সংঘর্ষে অন্তত ৮৭ জন গুরুতরভাবে আহত হয়েছেন। 

বিগত বেশ কয়েক দিন ধরেই থেমে থেমে চলতে থাকা এই সংঘর্ষে উভয় দেশই গত শুক্রবার ভয়াবহভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে। গতকালের যুদ্ধে উভয় দেশই ট্যাংক, কামানসহ বিভিন্ন ধরনের রকেট লঞ্চার ব্যবহার করে। সংঘর্ষের একপর্যায়ে তাজিক বাহিনীর বেশ কয়েকটি রকেট বাতকেন শহরে আঘাত হানে। সে সময়ই মূলত হতাহতের ঘটনা ঘটে। 

তুর্কি সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, কিরগিজ সরকার এরই মধ্যে বাতকেন অঞ্চলের সীমান্তে জরুরি অবস্থা জারি করেছে। অঞ্চলটি থেকে কিরগিজস্তানের সরকার অন্তত ১ লাখ ৩৬ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে। 

তবে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত এই দুটি দেশ কেন সীমান্তে সংঘর্ষে জড়িয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে গতকাল দেশ দুটির মধ্যে সীমান্তে সংঘর্ষ বন্ধের উদ্যোগ নেওয়া হলেও তা দ্রুতই ভেঙে যায় এবং দুই দেশের সৈন্যরাই সংঘর্ষে জড়িয়ে পড়ে।  

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত