হোম > বিশ্ব > এশিয়া

কিরগিজস্তান-তাজিকিস্তানের সীমান্তে সংঘর্ষে ২৪ জনের মৃত্যু, আহত ৮৭ 

মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান এবং তাজিকিস্তানের সীমান্তে সংঘর্ষে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮৭ জন। সংঘর্ষ শুরুর পরপরই উভয় দেশই সীমান্তের আশপাশ থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে। এরই মধ্যে কিরগিজস্তান বাতকেন অঞ্চলের সীমান্তে জরুরি অবস্থা জারি করেছে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কিরগিজস্তানের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এখন পর্যন্ত স্থানীয় সময় আজ শনিবার সকাল বাতকেন অঞ্চলের সীমান্ত থেকে মৃত ২৪ জনের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই সংঘর্ষে অন্তত ৮৭ জন গুরুতরভাবে আহত হয়েছেন। 

বিগত বেশ কয়েক দিন ধরেই থেমে থেমে চলতে থাকা এই সংঘর্ষে উভয় দেশই গত শুক্রবার ভয়াবহভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে। গতকালের যুদ্ধে উভয় দেশই ট্যাংক, কামানসহ বিভিন্ন ধরনের রকেট লঞ্চার ব্যবহার করে। সংঘর্ষের একপর্যায়ে তাজিক বাহিনীর বেশ কয়েকটি রকেট বাতকেন শহরে আঘাত হানে। সে সময়ই মূলত হতাহতের ঘটনা ঘটে। 

তুর্কি সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, কিরগিজ সরকার এরই মধ্যে বাতকেন অঞ্চলের সীমান্তে জরুরি অবস্থা জারি করেছে। অঞ্চলটি থেকে কিরগিজস্তানের সরকার অন্তত ১ লাখ ৩৬ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে। 

তবে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত এই দুটি দেশ কেন সীমান্তে সংঘর্ষে জড়িয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে গতকাল দেশ দুটির মধ্যে সীমান্তে সংঘর্ষ বন্ধের উদ্যোগ নেওয়া হলেও তা দ্রুতই ভেঙে যায় এবং দুই দেশের সৈন্যরাই সংঘর্ষে জড়িয়ে পড়ে।  

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার