আফগানিস্তানের রাজধানী কাবুলে দুটি বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় তিন নারীসহ আহত হয়েছেন ছয়জন। তালেবান কর্মকর্তা ও স্থানীয়দের বাসিন্দাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সায়েদ খোস্তি একটি টুইট বার্তায় বলেন, শিয়া অধ্যুষিত কাবুলের পশ্চিমাঞ্চলীয় এলাকা দাশত-ই বারচিতে একটি গাড়ি বিস্ফোরণে একজন নিহত এবং ছয়জন আহত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের একজন সদস্য জানিয়েছেন, এই বিস্ফোরণের ঘটনায় সাতজন নিহত এবং নয়জন আহত হয়েছে।
অপর বিস্ফোরণের ঘটনা ঘটেছে কার্তে ৩ এলাকায়। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলার বিষয়ে তথ্য সংগ্রহ করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, গাড়ি বিস্ফোরণের পর সেখান থেকে ধোঁয়া উড়ছে।
সম্প্রতি কাবুলের শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে বিস্ফোরণের ঘটনা বেড় চলছে। শিয়া মুসলিমদের ওপর হামলাগুলো জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের পক্ষ থেকে চালানো হয়।