আফগানিস্তানের উত্তরাঞ্চলে রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে তিনটি শিশুসহ একটি গাড়ির অন্তত ১১ আরোহী নিহত হয়েছেন। আজ রোববার কর্মকর্তারা এমনটি জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, শনিবার বাডঘিস প্রদেশে ঘটনাটি ঘটেছে। বোমাটি পেতে রাখার জন্য তাঁরা তালেবান বিদ্রোহীদের দায়ী করেছেন। তবে এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
বাডঘিস প্রদেশের কর্মকর্তা খোদাদাদ তায়েব জানান, বাসটিতে বোমা আঘাত করার পর সেটি উপত্যকা থেকে নিচে পড়ে যায়।
চলতি সপ্তাহে একের পর এক যাত্রীবাহী বাসকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। চলতি সপ্তাহে আফগানিস্তানের রাজধানী কাবুলে যাত্রীবাহী বাসে দুটি হামলার ঘটনা ঘটেছে। এই হামলার দায় স্বীকার করে নিয়েছে তালেবান বিদ্রোহীরা।
১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘোষণা আসার পর থেকে আফগানিস্তানজুড়ে সহিংসতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।