হোম > বিশ্ব > এশিয়া

ভিয়েতনামের দুর্নীতি অভিযানে শীর্ষ কোমল পানীয় ব্যবসায়ীর ৮ বছরের কারাদণ্ড

অর্থ জালিয়াতির অভিযোগে ভিয়েতনামের শীর্ষ কোমল পানীয় ব্যবসায়ীকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। আজ বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে ৪ কোটি ডলারের অর্থ জালিয়াতির অভিযোগ এনে এই শাস্তি দেওয়া হয়েছে। কমিউনিস্ট দেশটিতে দুর্নীতি নির্মূলে ব্যাপক অভিযানে ঊর্ধ্বতন কর্মকর্তা ও শীর্ষ ব্যবসায়ীসহ ৪ হাজার ৪০০ জনেরও বেশি মানুষের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, হো চি মিন সিটির একটি আদালত ত্র্যান কুই থান এবং তাঁর দুই মেয়েকে ২০১৯ ও ২০২০ সালে ঋণ দিয়ে বিনিয়োগকারীদের প্রতারণার জন্য দোষী সাব্যস্ত করেছে। আদালতের রায়ে বলা হয়েছে, কোমল পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান তান হিয়েপ ফাটের ৭১ বছর বয়সী চেয়ারম্যান থান ঋণের বিপরীতে জামানত হিসেবে রাখা সম্পদের জালিয়াতির মূল পরিকল্পনাকারী।

এমনকি যখন ঋণগ্রহীতারা সুদসহ অর্থ ফেরত দিতেন, তখন থান বিভিন্ন অজুহাতে সম্পদ ফেরত দিতে অস্বীকার করতেন। এমনকি চুক্তি লঙ্ঘনের কারণে তারা সম্পত্তি পুনঃক্রয়ের অধিকার হারিয়েছেন বলে দাবি করতেন তিনি।

আদালত থানের ৪৩ বছর বয়সী মেয়ে এবং কোম্পানির ডেপুটি সিইও ত্র্যান উয়েন ফুয়ংকে চার বছরের কারাদণ্ড দিয়েছে। ছোট মেয়ে ত্র্যান এনগক বিচকে (৪০) তিন বছরের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছে।

তান হিপ ফাট ভিয়েতনামের বৃহত্তম কোমল পানীয়ের প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। এটি বোতলজাত চা এবং এনার্জি ড্রিংকের জন্য পরিচিত।

আদালতে থানের শেষ বক্তব্যে বলেছেন, যা ঘটেছে তার জন্য তিনি অনুতপ্ত এবং দায়িত্ব নিতে প্রস্তুত। তিনি বলেন, ‘আমি আমার নিরন্তর কাজ এবং নিষ্ঠার জন্য আমাকে শিগগিরই সমাজে ফিরে আসার সুযোগ পেতে চাই।’

ভিয়েতনামের দুর্নীতি নির্মূল অভিযানে দেশটির বেশ কয়েকজন সফল ব্যবসায়ী নেতার নাম সামনে এসেছে। এর আগে এই মাসের শুরুতেই ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতির মামলায়, আবাসন ব্যবসায়ী ট্রুং মাই ল্যানকে একটি প্রতারণার পরিকল্পনাকারী হিসেবে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনি আনুমানিক ২ হাজার ৭০০ কোটি ডলারের প্রতারণা করেছেন।

ল্যান ছাড়াও ন্যায়বিচারের মুখোমুখি হয়েছেন জ্যেষ্ঠ ব্যাংকিং কর্মকর্তাসহ আরও ৮৫ জন। তাদের বিরুদ্ধে ঘুষ ও ক্ষমতার অপব্যবহার থেকে শুরু করে দখল এবং ব্যাংকিং আইন লঙ্ঘনের অভিযোগ এনে শাস্তি ঘোষণা করা হয়েছে।

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি