হোম > বিশ্ব > এশিয়া

ধ্বংসস্তূপে দুই দিন আটকে থাকার পর জীবিত উদ্ধার শিশু

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ছয় বছরের এক শিশুকে। ধ্বংসস্তূপের নিচে দুই দিন আটকে থাকার পর শিশুটিকে উদ্ধার করেন দমকল বিভাগের কর্মীরা।

আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, শিশুটির নাম আজকা মাওলানা মালিক। একটি ম্যাট্রেসের কারণে বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে সে। বুধবার (২৩ নভেম্বর) সিয়াঞ্জুর শহরের একটি বাড়ির ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে আজকাকে। ভূমিকম্পে আজকার মা ও দাদি মারা গেছেন। দাদির মরদেহের পাশ থেকেই তাকে উদ্ধার করা হয়। 

স্থানীয় দমকল বিভাগের অনলাইনে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, উদ্ধারের সময় শিশুটি বেশ শান্ত ছিল। তাকে বেশ নিরাপদেই বের করে আনা সম্ভব হয়। উদ্ধারের পর আজকাকে একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

সালমান আলফারিসি নামে শিশুটির এক আত্মীয় বলেন, ‘আজকা এখন ভালো আছে, ও আহত নয়। ডাক্তার বলেছেন, ক্ষুধার্ত থাকার কারণেই সে দুর্বল হয়ে পড়েছে।’ তিনি আরও বলেন, ‘সে এখন বাড়ি যেতে চাইছে। ঘুমের মধ্যে বারবার মাকে খুঁজছে আজকা।’

গত সোমবার ইন্দোনেশিয়ার স্থানীয় সময় দুপুরে পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরে ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষ হতাহত হয়। ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত ২৭১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পে ১ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এদের অধিকাংশই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল। এ ছাড়া নিখোঁজ রয়েছে দেড় শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক