ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ছয় বছরের এক শিশুকে। ধ্বংসস্তূপের নিচে দুই দিন আটকে থাকার পর শিশুটিকে উদ্ধার করেন দমকল বিভাগের কর্মীরা।
আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, শিশুটির নাম আজকা মাওলানা মালিক। একটি ম্যাট্রেসের কারণে বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে সে। বুধবার (২৩ নভেম্বর) সিয়াঞ্জুর শহরের একটি বাড়ির ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে আজকাকে। ভূমিকম্পে আজকার মা ও দাদি মারা গেছেন। দাদির মরদেহের পাশ থেকেই তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় দমকল বিভাগের অনলাইনে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, উদ্ধারের সময় শিশুটি বেশ শান্ত ছিল। তাকে বেশ নিরাপদেই বের করে আনা সম্ভব হয়। উদ্ধারের পর আজকাকে একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।
গত সোমবার ইন্দোনেশিয়ার স্থানীয় সময় দুপুরে পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরে ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষ হতাহত হয়। ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত ২৭১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পে ১ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এদের অধিকাংশই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল। এ ছাড়া নিখোঁজ রয়েছে দেড় শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।