হোম > বিশ্ব > এশিয়া

ধ্বংসস্তূপে দুই দিন আটকে থাকার পর জীবিত উদ্ধার শিশু

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ছয় বছরের এক শিশুকে। ধ্বংসস্তূপের নিচে দুই দিন আটকে থাকার পর শিশুটিকে উদ্ধার করেন দমকল বিভাগের কর্মীরা।

আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, শিশুটির নাম আজকা মাওলানা মালিক। একটি ম্যাট্রেসের কারণে বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে সে। বুধবার (২৩ নভেম্বর) সিয়াঞ্জুর শহরের একটি বাড়ির ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে আজকাকে। ভূমিকম্পে আজকার মা ও দাদি মারা গেছেন। দাদির মরদেহের পাশ থেকেই তাকে উদ্ধার করা হয়। 

স্থানীয় দমকল বিভাগের অনলাইনে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, উদ্ধারের সময় শিশুটি বেশ শান্ত ছিল। তাকে বেশ নিরাপদেই বের করে আনা সম্ভব হয়। উদ্ধারের পর আজকাকে একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

সালমান আলফারিসি নামে শিশুটির এক আত্মীয় বলেন, ‘আজকা এখন ভালো আছে, ও আহত নয়। ডাক্তার বলেছেন, ক্ষুধার্ত থাকার কারণেই সে দুর্বল হয়ে পড়েছে।’ তিনি আরও বলেন, ‘সে এখন বাড়ি যেতে চাইছে। ঘুমের মধ্যে বারবার মাকে খুঁজছে আজকা।’

গত সোমবার ইন্দোনেশিয়ার স্থানীয় সময় দুপুরে পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরে ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষ হতাহত হয়। ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত ২৭১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পে ১ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এদের অধিকাংশই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল। এ ছাড়া নিখোঁজ রয়েছে দেড় শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড