হোম > বিশ্ব > এশিয়া

ভারতীয় কাশির সিরাপ সেবনে এবার উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যুর খবর

ভারতীয় কোম্পানির তৈরি কাশির সিরাপ সেবনে ১৮ শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে উজবেকিস্তান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভারতের উত্তর প্রদেশের নৈডাভিত্তিক মেরিয়ন বায়োটেকের ডক-১ ম্যাক্স সিরাপ সেবন করে ১৮ শিশুর মৃত্যু হয়েছে। সর্দি ও ফ্লুর উপসর্গের চিকিৎসা হিসেবে ডক-১ ম্যাক্স ওষুধটি বাজারজাত করা হয়।

ল্যাবরেটরিতে পরীক্ষায় দেখা গেছে, ডক-১ ম্যাক্স সিরাপে ইথিলিন গ্লাইকলের মতো বিষাক্ত উপাদান রয়েছে। উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সিরাপগুলো চিকিৎসকদের পরামর্শ ছাড়াই শিশুদের খাওয়ানো হয়েছিল। ঠান্ডাজনিত সমস্যার প্রতিষেধক হিসেবে ফার্মাসিস্টের পরামর্শে পিতা-মাতা শিশুদের এই সিরাপ দেন বলে জানা যায়। এমনকি শিশুদের জন্য নির্ধারিত ডোজের চেয়ে বেশি পরিমাণে প্রয়োগ করা হয়েছিল। 

এ ঘটনার পর ডক-১ ম্যাক্স সিরাপ ও ট্যাবলেট দেশটির বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। এ ছাড়া সঠিক সময়ে পদক্ষেপ নিতে না পারায় সাতজন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। 

এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বার কাশির সিরাপ খেয়ে শিশু মৃত্যুর খবর মিলল। এর আগে ভারতীয় কোম্পানির তৈরি কাশির সিরাপ খেয়ে গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তের পর ধারণা করা হয়, ভারতীয় মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি সিরাপের কারণেই এমনটি হয়েছিল। এর জেরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ভারতীয় চারটি কোম্পানির কাশির সিরাপ সম্পর্কে বিশ্বব্যাপী সতর্কতাও জারি করে। 

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

৮০ হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান, জাতিসংঘের নিন্দা

মিয়ানমারে আফিম চাষ বেড়েছে বহুগুণ, সংঘাত ও দারিদ্র্যে চোরাচালানে জড়াচ্ছেন কৃষকেরা

এশিয়ার চার দেশে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

এশিয়াজুড়ে বন্যা–ভূমিধসের তাণ্ডব, মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

প্রথমবারের মতো কাঠমান্ডুতে মৎস্য মেলার আয়োজন করল বাংলাদেশ

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, চার দেশে ৬০০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান

ঘূর্ণিঝড়ে শ্রীলঙ্কায় মৃত বেড়ে ১৫৩, আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা