হোম > বিশ্ব > এশিয়া

শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে দেশত্যাগে বাধা, পালাতে পারেন নৌপথে

দেশত্যাগের চেষ্টা করছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। প্রথমে বিমানযোগে দেশত্যাগের চেষ্টা করলেও বিমানবন্দরে তাঁকে বাধা দেন সেখানকার কর্মীরা। পরে তিনি দেশটির সশস্ত্র বাহিনীর জাহাজে করে দেশ ছাড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গত ৯ জুলাই জনতার প্রবল বিক্ষোভের মুখে গোতাবায়া প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে পালিয়ে যান। সে সময় তাঁর নিকটস্থ এক কর্মকর্তা জানিয়েছিলেন, আগামী বুধবার গোতাবায়া পদত্যাগ করতে পারেন। তবে এখনো তিনি পদত্যাগের ঘোষণা দেননি। 

গোতাবায়া রাজাপক্ষের সঙ্গে থাকা কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা গোতাবায়াকে বারবার দেশত্যাগে বাধা দেন। তিনি চারবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে চারটি ফ্লাইট মিস করেন। ফলে বিমানযোগে দেশত্যাগে ব্যর্থ হন তিনি। তিনি ও তাঁর ছেলে স্থানীয় একটি সেনানিবাসে ফিরে যান। 

গোতাবায়া রাজাপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানযোগে দেশত্যাগে ব্যর্থ হলে জলপথ ব্যবহার করতে পারেন গোতাবায়া। সে ক্ষেত্রে তিনি দেশটির নৌবাহিনীর একটি পেট্রল জাহাজ ব্যবহার করতে পারেন। তবে কখন এবং কোন রুট ব্যবহার করে গোতাবায়া দেশ ছাড়বেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি ওই কর্মকর্তা। 

এদিকে, কাগজে-কলমে দেশটির প্রেসিডেন্ট থাকায় গোতাবায়াকে এখনো গ্রেপ্তার করতে পারছে না দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশটির সংবিধান অনুসারে প্রেসিডেন্ট তাঁর দায়িত্বে থাকাকালীন দায়মুক্তি উপভোগ করেন। তাঁকে গ্রেপ্তার করতে পারে না কেউ। 

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

৮০ হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান, জাতিসংঘের নিন্দা

মিয়ানমারে আফিম চাষ বেড়েছে বহুগুণ, সংঘাত ও দারিদ্র্যে চোরাচালানে জড়াচ্ছেন কৃষকেরা

এশিয়ার চার দেশে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

এশিয়াজুড়ে বন্যা–ভূমিধসের তাণ্ডব, মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

প্রথমবারের মতো কাঠমান্ডুতে মৎস্য মেলার আয়োজন করল বাংলাদেশ

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, চার দেশে ৬০০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান

ঘূর্ণিঝড়ে শ্রীলঙ্কায় মৃত বেড়ে ১৫৩, আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা