হোম > বিশ্ব > এশিয়া

এটি আপনার দেশ নয়—কিং চার্লসকে বললেন অস্ট্রেলিয়ান সিনেটর

ব্রিটিশ রাজা চার্লস ও রানি ক্যামিলা বর্তমানে এক রাজকীয় সফরে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। সেখানেই ঘটল এমন অঘটন! অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউসে ভাষণ দেওয়ার সময় ব্রিটিশ রাজা চার্লসকে বিরক্ত করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনেন আদিবাসী এক নারী সিনেটর। সোমবার বিবিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ান সিনেটর লিডিয়া থর্পে ওই অনুষ্ঠানটি অন্তত এক মিনিটের জন্য বাধাগ্রস্ত করেন। পরে নিরাপত্তাকর্মীরা তাঁকে দূরে সরিয়ে নেন।

রাজা চার্লস ভাষণ দেওয়ার সময় তাঁর বিরুদ্ধে নিজের সম্প্রদায়ের মানুষদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনে লিডিয়া থর্পে চিৎকার করে বলেন, ‘এটি আপনার দেশ নয়, আপনি আমার রাজা নন।’

তবে সিনেটরের এমন প্রতিবাদকে ‘অসম্মানজনক’ বলে আখ্যা দিয়েছিলেন প্রবীণ আদিবাসী আন্টি ভায়োলেট শেরিডান। এর আগে রাজধানী ক্যানবেরায় তিনি রাজা চার্লস ও রানি ক্যামিলাকে স্বাগত জানিয়েছিলেন। থর্পের বিষয়ে শেরিডান বলেছেন, ‘তিনি আমার পক্ষে কথা বলেন না।’

বিবিসি জানিয়েছে, অনুষ্ঠানটি শেষ হওয়ার পর ব্রিটিশ রাজা ও রানি তাঁদের অভ্যর্থনা জানাতে বাইরে অপেক্ষারত শত শত মানুষের দিকে এগিয়ে যান।

এদিকে প্রতিবাদের পর সিনেটর লিডিয়া থর্পের সঙ্গে কথা হয়েছে বিবিসির। ভিক্টোরিয়া থেকে নির্বাচিত থর্পে দাবি করেছেন, ওই প্রতিবাদের মধ্য দিয়ে তিনি রাজা চার্লসকে একটি স্পষ্ট বার্তা পাঠাতে চেয়েছেন। থর্পে মূলত একটি চুক্তির পক্ষে কথা বলেছেন। অস্ট্রেলিয়ার সরকার এবং আদিবাসীদের মধ্যে এই চুক্তি হওয়ার কথা ছিল। প্রতিবেশী নিউজিল্যান্ডসহ অন্য সাবেক ব্রিটিশ উপনিবেশগুলোতে এ ধরনের চুক্তি হলেও তা এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় হয়নি। তাই এই ধরনের চুক্তির বিষয়ে আলোচনাকে উৎসাহিত করার জন্য রাজার চার্লসের প্রতি প্রতিবাদের মাধ্যমে আহ্বান জানিয়েছেন তিনি।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে