হোম > বিশ্ব > এশিয়া

জাপানে দুই বছর পর প্রথম মৃত্যুদণ্ড কার্যকর

জাপানে তিন কয়েদির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। গত দুই বছরের মধ্যে এই প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করা হলো দেশটিতে। গত বৃহস্পতিবার ‘নৃশংস’ অপরাধের সর্বোচ্চ শাস্তির দৃষ্টান্ত অব্যাহত রাখতে এটি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আইন মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমলে এই প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। গত বৃহস্পতিবার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে একজন হলেন ৬৫ বছর বয়সী ইয়াসুতাকা ফুজিশিরো। ২০০৪ সালে তিনি হাতুড়ি ও ছুরি দিয়ে তাঁর ৮০ বছর বয়সী এক আত্মীয়া ও দুই ভাইবোনসহ আরও চারজনকে হত্যা করেছিলেন। অপর দুজন হলেন—৫৪ বছর বয়সী তোমোয়াকি তাকানেজাওয়া ও ৪৪ বছর বয়সী মিৎসুনোরি ওনোগাওয়া। ২০০৩ সালে একটি প্রতিষ্ঠানের দুজন কেরানিকে হত্যার দায়ে তোমোয়াকিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 

এ বিষয়ে দেশটির মন্ত্রিসভার প্রধান সচিব সেইজি কিহারা বলেন, ‘জাপানের ফৌজদারি বিচারব্যবস্থার ভিত্তি অনুযায়ী গুরুত্বপূর্ণ ও চিন্তার বিষয় হলো, মৃত্যুদণ্ডাদেশ হওয়ার পর তা কার্যকর হলো কি না।’ তিনি আরও বলেন, ‘একের পর এক নৃশংস হত্যাকাণ্ড বেড়েই চলেছে। যাদের অপরাধ গুরুতর, তাদের অবশ্যই মৃত্যুদণ্ড কার্যকর হওয়া প্রয়োজন এবং তাদের এই শাস্তি থেকে অব্যাহতি দেওয়া একদম উচিত নয়।’ 

বিশ্বের উন্নত রাষ্ট্রের মধ্যে জাপান একটি। সেখানে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশ দেওয়া ও তা কার্যকর করা হয়। আন্তর্জাতিক বহু দেশের ও মানবাধিকার সংস্থার নানা সমালোচনার পরও সর্বোচ্চ শাস্তির এই বিধান অব্যাহত রেখেছে দেশটি। 

বর্তমানে জাপানে শতাধিক মানুষ মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে আছে। যাদের অধিকাংশই কোনো না কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সাধারণত সাজা দেওয়ার অনেক পরে আদেশ কার্যকর করা হয় জাপানে।

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার